আলোকিত শারদ-সাহিত্য

পুজো উপলক্ষে প্রকাশিত হয়েছে বেশকিছু পত্রিকার শারদ সংখ্যা। বড়দের পত্রিকা যেমন আছে, তেমন আছে ছোটদের পত্রিকা, বার্ষিকী। কয়েকটির উপর আলোকপাত করলেন অংশুমান চক্রবর্তী

Must read

মহালয়ার দিন কলকাতার নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। পরিবেশিত হয় সংগীতানুষ্ঠান। সঞ্চালনা করেন কুণাল ঘোষ। উৎসব সংখ্যাটি বিষয়-বৈচিত্র্যে ভরপুর। আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ কলাম। এছাড়াও আছে রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ের প্রবন্ধ। লিখেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, গৌতম দেব, বীরবাহা হাঁসদা, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, জয়ন্ত ঘোষাল, অশোক মজুমদার, অভিরূপ সরকার, প্রচেত গুপ্ত, সৌম্য সিংহ প্রমুখ। প্রতি বছরই সাহিত্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবারেও তার অন্যথা হয়নি। প্রকাশিত হয়েছে দেবাশিস পাঠকের ঐতিহাসিক উপন্যাস। নানা রঙের গল্প উপহার দিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নবকুমার বসু, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায়, দেবযানী বসু কুমার, অতীন জানা, দেবারতি মুখোপাধ্যায়, দীপান্বিতা রায়, হামিরউদ্দিন মিদ্যা, মণীশ কীর্তনীয়া, প্রীতিকণা পালরায় প্রমুখ। আছে সুবোধ সরকার, ইন্দ্রনীল সেন, বীথি চট্টোপাধ্যায়, অভীক মজুমদার প্রমুখের কবিতা। ফিচার বিভাগটি আকর্ষণীয়। রয়েছে ভ্রমণ, বিনোদন, স্বাস্থ্য, বিজ্ঞান বিষয়ের লেখা। পাশাপাশি আছে খেলার লেখাও। সবমিলিয়ে দুর্দান্ত একটি সংখ্যা। প্রচ্ছদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায়। বার্তা সম্পাদক অভিজিৎ ঘোষ। উৎসব সংখ্যা সম্পাদনা করেছেন প্রীতিকণা পালরায়। দাম ১০০ টাকা।

আরও পড়ুন-তারকাদের পুজো

এই সময়ের অনিবার্য সাহিত্যপত্র ‘প্রতীতি’। শারদীয়া সংখ্যায় নানা বিষয়ে প্রবন্ধ উপহার দিয়েছেন সুমিতা চক্রবর্তী, কামরুজ্জামান, প্রণব চৌধুরী প্রমুখ। আছে কয়েকটি মনকাড়া গল্প। লিখেছেন রণজিৎ দেব, নীলাঞ্জন চট্টোপাধ্যায়, ছন্দা চট্টোপাধ্যায়, শুদ্ধেন্দু চক্রবর্তী, অরণ্যা সরকার প্রমুখ। এছাড়াও আছে অনুবাদ গল্প, রম্যরচনা। ধারাবাহিক উপন্যাস। কবিতা লিখেছেন প্রত্যুষপ্রসূন ঘোষ, গৌরশংকর বন্দ্যোপাধ্যায়, শ্যামলকান্তি দাশ, মাহমুদ কামাল, উদয়ন ভট্টাচার্য, আশিস মিশ্র, প্রদীপ আচার্য, মৃণালকান্তি দাশ, হাননান আহসান, অয়ন বন্দ্যোপাধ্যায়, কেতকীপ্রসাদ রায়, শঙ্কর ঘোষ প্রমুখ। প্রচ্ছদ শিল্পী দেবাশিস সাহা। সম্পাদক গৌতম হাজরা। দাম ১৫০ টাকা।

পথ চলা শুরু করল ‘বোধন’। এই পত্রিকার শারদীয়া সংখ্যায় রয়েছে প্রবীণ এবং তরুণ সাহিত্যিকদের নানা স্বাদের রচনা। সদ্যপ্রয়াত সাহিত্যকার কমল চক্রবর্তীর শেষ অপ্রকাশিত উপন্যাস পত্রিকার বাড়তি আকর্ষণ। এছাড়াও রয়েছে কণা বসু মিশ্র, অমর মিত্র, নলিনী বেরা, অমৃত সাহা, রাজীব সিংহ, সুকুমার রুজ, অলোক গোস্বামী, পারমিতা মুন্সী, অলোকপর্ণার উপন্যাস। সেইসঙ্গে প্রকাশিত হয়েছে পুনর্মুদ্রণ, গল্প, প্রবন্ধ, কবিতা, আত্মকথা, বিশেষ রচনা, শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি, ফিচার, ভ্রমণ ইত্যাদি। প্রচ্ছদশিল্পী সনাতন দিন্দা। সম্পাদনা করেছেন প্রসূন ভৌমিক এবং পারমিতা মুন্সী। প্রায় সাড়ে চারশো পাতার ঝকঝকে সাহিত্যদীপ্ত এই পত্রিকার দাম ২৫০ টাকা।

আরও পড়ুন-পূজে দুর্গা রঘুপতি

‘শতাব্দীর বাংলা’ শারদীয়া সংখ্যায় বিশেষ রচনা উপহার দিয়েছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, পবিত্র সরকার। এছাড়াও আছে শঙ্করলাল ভট্টাচার্য, চণ্ডী মুখোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের নানা বিষয়ের গদ্য। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাণী বসু, তপন বন্দ্যোপাধ্যায়, প্রচেত গুপ্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তৃষ্ণা বসাক, দেবযানী বসু কুমার, সিদ্ধার্থ সিংহ প্রমুখের গল্প, কমলকুমার ঘোষের থ্রিলার, মণিভূষণ দুয়ারীর ভ্রমণ-উপন্যাসিকা মন ছুঁয়ে যায়। এছাড়াও আছে প্রবন্ধ, অণুগল্প, জাতকের গল্প ইত্যাদি। পাশাপাশি আছে ছড়া এবং দুই বাংলার কবিদের কবিতা। প্রচ্ছদশিল্পী প্রকাশ কর্মকার। সম্পাদক অনীশ ঘোষ। দাম ১৫০ টাকা।

‘আমি আমার মতো’ পত্রিকার শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়েছে দারুণ দারুণ লেখা। উপন্যাস লিখেছেন দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, সোমনাথ সৌরভ কর। গল্পকথার ঢেউ তুলেছেন চুমকি চট্টোপাধ্যায়, রাজা ভট্টাচার্য, দেবযানী বসু কুমার প্রমুখ। সুপ্তশ্রী সোম উপহার দিয়েছেন অনুবাদ গল্প। ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায়, চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের স্মৃতিকথা, দেবজ্যোতি ভট্টাচার্য, সুমেধা চট্টোপাধ্যায়ের ভ্রমণ পড়তে ভাল লাগে। এছাড়াও আছে প্রবন্ধ, কবিতা, আখ্যান, রম্যরচনা ইত্যাদি। প্রচ্ছদ সৌম্যজিৎ দাসের। সম্পাদক প্রভাস গোপ। দাম ২২৯ টাকা।

আরও পড়ুন-বস্ত্র বিতরণ থেকে ডান্ডিয়া, মণ্ডপ মাতালেন মুখ্যমন্ত্রী

ছোটদের বার্ষিকী ‘ডিঙিনৌকো’। প্রকাশিত হয়েছে পুজোয়। প্রতিবছরের মতো এবারও এই সংকলন অনিন্দ্যসুন্দর। হাতে নিলেই মন ভাল হয়ে যায়। লিখেছেন বর্তমান সময়ের শ্রেষ্ঠ কবি-সাহিত্যিকেরা। সেই সঙ্গে রয়েছেন এক ঝাঁক তরুণ প্রতিশ্রুতিমান লেখক। আছে উপন্যাস। তপন বন্দ্যোপাধ্যায়, বাণীব্রত চক্রবর্তী, গৌর বৈরাগী, তাপস রায়ের। গল্প লিখেছেন বলরাম বসাক, মোহিত রায়, তরুণকুমার সরখেল, ঋক ভট্টাচার্য। এছাড়াও আছে ফিরে দেখা গল্প, রূপকথা, জাপান দেশের কথা, অনুবাদ, রহস্য গল্প, বিজ্ঞানের গল্প, ফিরে দেখা ভূতের গল্প, ফিরে দেখা নাটক, বিশেষ রচনা, ছড়া-কবিতা, কমিকস, কুইজ ইত্যাদি। শংকর চক্রবর্তী এবং দেবাশিস সেনের ভ্রমণ মনকে নিয়ে যায় অন্য জগতে। পাতায় পাতায় অপূর্ব অলংকরণ। কয়েকটি পাতা রঙিন। ছোটদের পাশাপাশি বড়দেরও ভালো লাগবে। প্রচ্ছদ দেবব্রত ঘোষের। সম্পাদনায় সুনির্মল চক্রবর্তী। দাম ৫৫০ টাকা।

প্রকাশিত হয়েছে ‘ছোটোদের কবিতা’র শারদীয়া সংখ্যা। এই সংখ্যার আলো শঙ্খ ঘোষের অপ্রকাশিত সাক্ষাৎকার। নিয়েছেন শ্যামলকান্তি দাশ ও শংকর চক্রবর্তী। ভাল লাগল প্রণব চৌধুরী, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, সুবীর ঘোষের রচনাগুলো। চিরদিনের বইয়ের সঙ্গে পাঠকের পরিচয় করিয়েছেন সোমা দত্ত, শ্রাবণী গুপ্ত, কৃষ্ণালক্ষ্মী সেন। কাব্যনাটক উপহার দিয়েছেন আশিসকুমার মুখোপাধ্যায়। কবিতা লিখেছেন অশোককুমার মিত্র, কালীকৃষ্ণ গুহ, শৈলেনকুমার দত্ত, শংকর চক্রবর্তী, অপূর্বকুমার কুণ্ডু, ছন্দা চট্টোপাধ্যায়, চন্দন নাথ, সুশীল মণ্ডল, অমিতাভ রায়, রূপক চট্টরাজ, মধুসূদন ঘাটী প্রমুখ। মন ছুঁয়ে গেল হাননান আহসান ও প্রতাপ সিংহের বড় কবিতা। প্রচ্ছদ তরুণকান্তি বারিকের। সম্পাদক শ্যামলকান্তি দাশ। দাম ১২০ টাকা।

আরও পড়ুন-মৃত্যুপুরী লেবানন: মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার, গৃহহীন ১২ লক্ষ

পুজো উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘আনন্দকানন’ বার্ষিকী। ভৌতিক রহস্য বিশেষ সংখ্যা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দীপা কর্মকারের সাক্ষাৎকারের পাশাপাশি আছে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, প্রচেত গুপ্ত, পবিত্র সরকারের লেখা। মনজিৎ গাইনের উপন্যাস এক দমে পড়ে ফেলা যায়। ভৌতিক অভিজ্ঞতা ভাগ করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। এছাড়াও আছে প্রবন্ধ, গল্প, অনুবাদ গল্প, হরর বুলেটিন, রূপকথার গল্প, বিজ্ঞান, ভ্রমণ, ছড়া, স্মৃতিকথা ইত্যাদি। প্রচ্ছদ আনন্দকানন ডিজিটালের। সম্পাদক অগ্নীশ্বর সরকার। দাম ১৭৫ টাকা।

Latest article