মণ্ডপে নিরাপত্তা নিশ্ছিদ্র করছেন পুলিশ-কর্তারা

পুজোর দিনগুলোতে শহরে নিরাপত্তা বলয়কে আরও পোক্ত করতেই আগে থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ বলে জানান রাকেশ।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শিলিগুড়িতে মোটর সাইকেলে বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। তৃতীয়ার সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে বড় বাজেটের পুজো পরিদর্শন করলেন ডিসিপি (ইস্ট) রাকেশ সিং। বড় বাজেটের পুজোর পাশাপাশি শহরের মূল মণ্ডপগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা, মণ্ডপে প্রবেশ ও বাহিরের পথ কেমন ইত্যাদি বিষয় খতিয়ে দেখতেই আজ শহরের বিভিন্ন মণ্ডপে মোটর সাইকেলে পরিদর্শন করলেন রাকেশ সিং। সঙ্গে এসিপি ত্রিদিব সরকার, শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস, বিশাল পুলিশবাহিনী ও উইনার্স টিম।

আরও পড়ুন-শিলিগুড়িতে অংশ নেবে ১৩ ক্লাব, কার্নিভাল নিয়ে বৈঠক গৌতমের

পুজোর দিনগুলোতে শহরে নিরাপত্তা বলয়কে আরও পোক্ত করতেই আগে থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ বলে জানান রাকেশ। এছাড়াও সাইকেলে করেও বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করা হবে বলে জানান তিনি। পুজো শহরের মানুষ যাতে উপভোগ করতে পারে সে ব্যাপারে নজর রেখে শহরের বিভিন্ন কোনায় চলবে পুলিশি টহলদারি। থাকবে মহিলাদের নিরাপত্তায় পিঙ্ক পেট্রোলিং ভ্যান। সঙ্গে থাকবে মোবাইল ভ্যান। প্রত্যেকটি মণ্ডপে থাকবে পুলিশি সহায়তা কেন্দ্র। বড় বাজেটের পুজোগুলির ওপর বিশেষ নজরদারি চালাতে থাকবে সিসি টিভি ক্যামেরা। ড্রোনও থাকবে। তৃতীয়ার সকালে দাদাভাই স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘ এবং ভারতনগর সর্বজনীন ছাড়াও বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করা হল। যেহেতু তৃতীয়াতেই অধিকাংশ মণ্ডপ খুলে দেওয়া হবে, তাই আগেভাগেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

Latest article