গাজায় ফের ইজরায়েলি হামলা

Must read

প্রতিবেদন: গাজায় (Gaza) আবার ইজরায়েলি হামলা। এবারে নেতানিয়াহুর বাহিনী বোমা ফেলল স্কুল আর মসজিদে। প্রাণ হারালেন অন্তত ২৪ জন। যদিও ইজরায়েল সরকার দাবি করেছে, স্কুল এবং ধর্মস্থানে লুকিয়েছিল হামাস জঙ্গিরা। তাদের ধরতেই হামলা চালানো হয়েছে সেখানে। কিন্তু স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে সংবাদসংস্থা রয়টার্স দাবি করছে, স্কুল এবং মসজিদে আশ্রয় নিয়েছিল ঘরছাড়া মানুষরা। শনিবার রাতে উত্তর গাজায় (Gaza) অপারেশন চালানোর সময়ে ওই জায়গাগুলোয় হামলা চালায় ইজরায়েলি বাহিনী। ইজরায়েল সেনার পক্ষ থেকে জানানো হয়েছে ইবন রুশদ স্কুল এবং শুহাদা আল-আকসা মসজিদে লুকিয়ে থাকা হামাস জঙ্গিদের লক্ষ্য করে হামলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইজরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষিতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলকে পরামর্শ দিয়েছেন, ইরানের পরমাণু কেন্দ্র আগে গুঁড়িয়ে দিন। তাহলেই ইরানের শিরদাঁড়া ভেঙে দেওয়া যাবে।

আরও পড়ুন- সাইবার ক্রাইম ধরিয়ে দিলেই মহিলাদের পুরস্কার, চাকরিও

Latest article