‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-পাকিস্তানকে হারিয়ে প্রথম পয়েন্ট, বোলারদের দাপটে সহজ জয়
পায়েল
ছোট্ট পায়েল
তাকিয়ে থাকে
পুলিশগুলোর দিকে
পুলিশ যখন বন্দুক
নিয়ে তাক করেছে তাকে।
পায়েল বলে,
ও পুলিশ কাকু
বন্দুকটা দেবে?
আমাকে ওটা খেলতে দাও
কেড়ে নিও না তবে।
ও পুলিশ কাকু
তোমাদের হাতে
মোটা মোটা ডান্ডা কেন?
আমাকে মারবে
মেরো না যেন।
আমি তো ছোট
বয়স মাত্র আড়াই
আমাকে মারতে
এত বন্দুক?
তোমরা কি সব
তালপাতার সেপাই?
বলো না তোমরা
আমাকে কেন লকআপে
রেখে দিলে?
আমাকে কি তোমাদের
বন্দুক বুট পেলে?
এত ছোট্টতে জানলাম
কারাগার কাকে বলে
কোথা থেকে তোমরা এলে
তোমরা কি মানুষ?
বাচ্চা ধরার জেলে?
মায়ের কোলে
আমি বসেছিলাম
তোমরা মাকে কেন মারলে?
মায়ের সিঁদুরে রক্তের দাগ
তোমরা সিঙ্গুর কাঁদালে
আজকে আমি ছোট্ট পায়েল
কালকে বড় হবো
তোমাদের মুখোশগুলো
তখন টেনে খুলবো
দেখো কোথায় লুকোবে?
শিশুদের যারা ক্ষমা করে না
তারা কি হতে পারে মানব?
ছোট্ট পায়েল বলছে জেনো
তোমরা অন্ধকূপের দানব
দুনিয়াটাই আজব।।