লালু ও তাঁর দুই ছেলের জামিন মঞ্জুর

Must read

লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ও তাঁর দুই ছেলের জামিন মঞ্জুর। সোমবার মাথাপিছু ১ লক্ষ টাকার বন্ডে আরজেডি নেতা লালু ও তাঁর দুই ছেলের জামিন মঞ্জুর করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। জমি ও টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় এই জামিন দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, তদন্ত চলাকালীন তাঁদের গ্রেফতার করা যাবে না। পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তে সহায়তা করতে হবে এবং কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না।

আরও পড়ুন-বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণ, বাড়ছে মৃতের সংখ্যা

লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) রেলমন্ত্রী থাকাকালীন জমি ও টাকার বিনিময়ে বিহারের বহু যুবককে রেলের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয় বলে অভিযোগ। লালু-তেজস্বীর ছাড়াও এই ঘটনায় অভিযোগ ওঠে লালুর স্ত্রী রাবড়ী দেবী এবং তাঁদের দুই কন্যা মিসা এবং হেমার বিরুদ্ধেও। ঘটনার তদন্তে নামে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, চাকরির বিনিময়ে একাধিক যুবকের থেকে জমি নেওয়া হয়েছিল। সেই জমি তাঁরা লালুর পরিবারের সদস্য এবং ‘একে ইনফোসিস্টেমস’ সংস্থার নামে করেছিলেন। এরপর ২০২৩ সালের জুলাই মাসে সিবিআই আগেই চার্জশিট দিয়েছিল লালু, রাবড়ী এবং তেজস্বীর বিরুদ্ধে। ইডি প্রমাণ হিসাবে উপস্থাপিত ৯৬টি নথির ভিত্তিতে ৬ অগাস্ট ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এই মামলাতেই ৭ অক্টোবর জামিন পেল লালুর পরিবার।

 

Latest article