পুজোয় স্বস্তি, আনন্দ মাটি করবে না বৃষ্টি

Must read

প্রতিবেদন : পুজোর (Durga Puja) ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গেই সুখবর শোনাল হাওয়া অফিস। দিনতিনেক আগেও ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে পুজোর আনন্দ মাটি হওয়ার আতঙ্ক তৈরি হয়েছিল। কিন্তু সোমবার থেকেই ফের হাওয়া বদল রাজ্যের আকাশে। আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়া কোনও কোনও জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পুজোর (Durga Puja) মধ্যেও স্থানীয়ভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। কিন্তু ভারী বৃষ্টি বা একনাগাড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে আর বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে।

আরও পড়ুন- ঠিক পথেই ছিল কলকাতা পুলিশ, সঞ্জয় রাই একাই ধর্ষক-খুনি, ৫৮ দিন বাদে চার্জশিটে জানাল সিবিআই

Latest article