অধরা পদকের যন্ত্রণা নিয়েই অবসর দীপার

অল্পের জন্য অলিম্পিক পদক হাতছাড়া হয়েছিল। সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই সোমবার অবসরের কথা জানালেন দীপা কর্মকার।

Must read

নয়াদিল্লি, ৭ অক্টোবর : অল্পের জন্য অলিম্পিক পদক হাতছাড়া হয়েছিল। সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই সোমবার অবসরের কথা জানালেন দীপা কর্মকার। দেশের অন্যতম সেরা মহিলা জিমন্যাস্ট জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই জিমন্যাস্টিক্স থেকে অবসর নেওয়ার কথা ভাবছিলেন।
৩১ বছরের দীপা ২০১৬ রিও অলিম্পিকে মেয়েদের জিমন্যাস্টিক্সের ভল্ট ইভেন্টে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছিলেন। যদিও সেবার তাঁর প্রোদুনোভা ভল্ট সবার নজর কেড়েছিল। তবে তার পর থেকেই দীপার ফর্মে ভাঁটার টান। মাঝে ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ২১ মাসের জন্য নির্বাসিতও হয়েছিলেন। চলতি বছরে প্যারিস অলিম্পিকেরও যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন।

আরও পড়ুন-ফ্রান্স নয় রিয়াল, এমবাপেকে তোপ

এদিন সোশ্যাল মিডিয়াতে দীপা লিখেছেন, ‘‘অনেক চিন্তা-ভাবনার পর জিমন্যাস্টিক্স থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। খুব কঠিন ছিল এই সিদ্ধান্ত। তবে সরে যাওয়ার এটাই সঠিক সময়। জিমন্যাস্টিক্স আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। জিমন্যাস্ট হিসাবে নিজের কেরিয়ারের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। কখনও সাফল্য পেয়েছি। আবার কখনও ব্যর্থ হয়েছি। কিন্তু জিমন্যাস্টিক্সের প্রতি ভালবাসা এতটুকুও কমেনি।’’
তিনি আরও লিখেছেন, ‘‘আমার যখন পাঁচ বছর বয়স, তখন একজন বলেছিলেন, আমি কোনও দিন জিমন্যাস্ট হতে পারব না। কারণ আমার পায়ের পাতা সমান। এর পরেও যতটুকু সাফল্য পেয়েছি, তাতে আমি গর্বিত। বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছি, পদকও জিতেছি। রিও অলিম্পিকে প্রোদুনোভা ভল্ট দিতে পারা আমার জিমন্যাস্টিক্স জীবনের সবথেকে স্মরণীয় মুহূর্ত। বিদায়বেলায় আমার সেই দীপাকে দেখে গর্ব হয়, যে সাহসের সঙ্গে স্বপ্ন দেখেছিল।’’

Latest article