মৌসুমি মাহালি, পিংলা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিন্ডরুই গ্রাম কটা দিন মেতে ওঠে অন্য ধরনের এক পারিবারিক পুজোয়। যার ঐতিহ্য একশো বছরের। বর্তমান তমলুক বিধানসভার বিধায়ক ড. সৌমেনকুমার মহাপাত্র। সারা বছর পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাড়িতে থাকেন। রাজনীতি, মন্ত্রিত্ব, শিক্ষকতা, ব্যবসা-বাণিজ্য সব কিছুতেই সময় কেটে যায় সারা বছর।
আরও পড়ুন-অধরা পদকের যন্ত্রণা নিয়েই অবসর দীপার
পাশাপাশি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে তমলুকের বিধায়ক। সারা বছর এইভাবে কাটলেও দুর্গাপুজোর কয়েকটা দিন নিজ বাড়িতেই কাটান সৌমেন। পিংলার পিন্ডরুই গ্রামে সপরিবার হাজির হন সবাই। যাঁরা দেশের অন্যত্র বা বিদেশে থাকেন, সবাই হাজির হন গ্রামের বাড়িতে। পরিবার পরিজনের সঙ্গেই কাটে ক’টা দিন। একশো বছর পুরানো এই পুজো শুরু করেন অতুলচন্দ্র মহাপাত্র। তখন ঘটপুজো ছিল। বর্তমানে দীর্ঘ কয়েক বছর নিজের হাতেই পুজো করেন বিধায়ক। বাড়ির রীতি মেনে নবপত্রিকা পুজো হয়, কুমারীপুজো হয়, কুমড়ো বলির রেওয়াজ রয়েছে। পাশাপাশি পরিবারের লোকজনের সঙ্গে জমিয়ে আড্ডা তো আছেই।