পুজোর আগমনী বিক্রম ঘোষের সুরে

উৎসব মানেই আড্ডা আর গান।

Must read

প্রতিবেদন : উৎসব মানেই আড্ডা আর গান। আর তা যদি হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, তাহলে আর কথাই নেই। মণ্ডপে মণ্ডপে ঘোরা যেমন থাকবে, থাকবে চুটিয়ে খাওয়া-দাওয়া। আর থাকবে পুজোর গান। সারা বছর ধরে মুখিয়ে থাকে সংস্কৃতিপ্রেমী বাঙালি তাকিয়ে থাকে সেদিকে, কী গান আসছে এবার পুজোয়। এবার তাঁদের জন্যই পুজো-উপহার দিলেন পণ্ডিত বিক্রম ঘোষ। মুক্তি পেল ‘আজ বাজা তুই ঢাক’।

আরও পড়ুন-কাঁকসা হাটতলার পুজো উদ্বোধনে নায়িকা কৌশানি

আগমনী গানটি গেয়েছেন অমিতকুমার, হরিহরণ, শান, জুবিন, মহালক্ষ্মী আইয়ার, সোনা মহাপাত্র ও কৌশিকী চক্রবর্তী। গানটির সুর করেছেন পণ্ডিত বিক্রম ঘোষ। গানের কথা সুগত গুহ’র। ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘আজ বাজা তুই ঢাক’। গানটির ভিডিওগ্রাফি শেখর ঘোষের। পণ্ডিত বিক্রম ঘোষ প্রায় প্রতি পুজোতেই নতুন গান নিয়ে আসেন। এবারও তিনি তৈরি করেছেন আগমনী গান। সেখানে মেলোডির সঙ্গে গানের অন্তর্বর্তী যন্ত্রসঙ্গীতের যোগ্য সঙ্গত রয়েছে। মাত্র দেড় দিনেই বিক্রমের ইউটিউব চ্যানেলে গানটি ৩ লক্ষ ৩৬ হাজারেরও বেশি মানুষ গানটি শুনেছেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত।

Latest article