‘জাগোবাংলা’য় (Jago Bangla)শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
খাবার জল
কই তখন তো জল ছাড়োনি?
না তৃষ্ণার জল
না চাষের জল,
গাঁয়ের বধূরা কলস নিয়ে যায়
অতিদূরে পুকুর ধারে
অতিকষ্টে খাবার জল আনতে
খাবার জল
স্নানের জল
কাপড় কাচার জল
সবই তো একই জলে-জলাকার।
জলভাণ্ডার-এর সঞ্চিত জল,
জমিয়ে জমিয়ে ভাঁড়ার পূর্ণ
তবুও কেন সময়ে পাও না
কেন সে জল কখনো মাপো না?
জল চাই জল?
দেখবে শুধু স্থল।
ও বলতেই ভুলে গেছি
জল-জননী এখন বিশ্রাম নিচ্ছে।
এখন দেখা হবে না
এখন চলছে দিবানিদ্রা
কখন দেখা হবে?
মধ্যরাতে নিশীথরাতে
যখন নিদ্রা ভাঙবে।
ঘুমিয়ে ছিলো ওরা
মধ্যরাতের স্বপ্ন ছিলো চোখে
শিশুরাও আরামে মায়ের কোলে,
জল-এর প্রবাহে ওরা শেষ ঘুম ঘুমালো।
এ জল তো বর্ষার জল নয়
আকাশে মেঘ নেই।
দ্যাখো, সারা আকাশে তারা
তবু ছুটে এলো দুরন্ত জল
কেউ জানলো না,
কল্পিত জল কাউকে জানালো না,
কেউ চাইলো না, অথচ হঠাৎ এলো।
স্রোতের বেগে সব ভেসে গেলো
চোখের জলে
নাকের জলে
সব হারানোর অশ্রুজলে।
এখন ওরা কেউ বা মৃত
কেউ বা জীবিত,
কেউ বা গাছের ডালে
কেউ বা ঘরের চালে
জল সবাইকে ভাসিয়েছে
এতোজনের মধ্যেও
কিন্তু তৃষ্ণার জল নেই?
সবাই তৃষ্ণার্ত
একটু খাবার জল দেবে?