মোদি আমলেই বেড়েছে অপুষ্টি তোপ তৃণমূলের

মোদি সরকারের কার্যকালে ক্রমেই বাড়ছে অপুষ্টি৷ ২০১৪ সাল থেকে ২০২৪— বিগত দশ বছরে আমাদের দেশ অপুষ্টি তালিকায় ক্রমেই উপরের দিকে উঠেছে৷

Must read

প্রতিবেদন : মোদি সরকারের কার্যকালে ক্রমেই বাড়ছে অপুষ্টি৷ ২০১৪ সাল থেকে ২০২৪— বিগত দশ বছরে আমাদের দেশ অপুষ্টি তালিকায় ক্রমেই উপরের দিকে উঠেছে৷ এই ইস্যুটিকে হাতিয়ার করে মোদি সরকারকে তীব্র নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান৷ এই প্রসঙ্গেই চলতি বছরের গ্লোবাল নিউট্রিশন রিপোর্টকে হাতিয়ার করে ডেরেকের তোপ, মহিলাদের রক্তাল্পতা দূর করার জন্য ভারতে কোনও পদক্ষেপই গ্রহণ করা হয়নি৷ ৫ বছরের নিচে থাকা ভারতীয় শিশুদের ১৭ শতাংশ অপুষ্টিজনিত রোগে ভুগছে, যা গোটা বিশ্বে সর্বাধিক, অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ান৷ আমাদের দেশে ১৪ লক্ষ শিশু অপুষ্টিজনিত রোগের শিকার, ১০ লক্ষ লোক সিকল সেল ম্যালেরিয়ায় ভুগছে অপুষ্টির কারণে, অভিযোগ করেছেন ডেরেক ও’ব্রায়ান৷ বিজেপিশাসিত দুটি রাজ্য উত্তরপ্রদেশে খাদ্য না পাওয়া শিশুদের সংখ্যা সব থেকে বেশি, মধ্যপ্রদেশে অপুষ্টির সঙ্গে লড়াই করার জন্য জনপিছু সরকারি বরাদ্দের পরিমাণ মাত্র ১২ টাকা, উল্লেখ করেছেন ডেরেক৷

আরও পড়ুন-খয়রাশোলে খনি বিস্ফোরণ, মৃতদের পরিবারের পাশে রাজ্য, মৃতের সংখ্যা বেড়ে সাত

এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি নিশানা করে ডেরেকের তোপ, ২০১২ সালে গুজরাটে সব থেকে বেশি অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের দেখা পাওয়া যাচ্ছিল৷ সেই সময়ে ওয়াল স্ট্রিট জার্নালের তরফে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার নেওয়া হয়৷ তাঁর রাজ্যে শিশুদের মারাত্মক অপুষ্টির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোদি তখন দাবি করেন, কন্যাসন্তানরা দুধ খেতে চায় না, মোটা হয়ে যাবে বলে! এদের হাতে টাকা থাকলেও এরা বেশি মাত্রায় সৌন্দর্য্য-সচেতন৷ গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রীর এই হাস্যকর দাবি রীতিমতো বিস্ময় তৈরি করেছিল গোটা বিশ্বে৷ এই প্রসঙ্গেই নাম না করে ডেরেক তোপ দেগেছেন প্রাক্তন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে লক্ষ্য করে৷ তাঁর অভিযোগ, এই বছরের লোকসভা ভোটে মোদি সরকারের প্রাক্তন নারী ও শিশু কল্যাণমন্ত্রী দাবি করেছেন, সুশাসন একটি ধারাবাহিক প্রক্রিয়া৷ স্বাস্থ্য এবং পুষ্টির বিষয়টি দেখভাল করার কথা রাজ্যগুলির৷ পুরোটাই দায় এড়ানোর চেষ্টা, আসলে মোদি সরকার দেশের অপুষ্টির কদর্য ছবিটা ঢেকে রাখতে মরিয়া হয়ে গেছে— অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান৷

Latest article