প্রতিবেদন : সঞ্জয় রাইকে ধর্ষক ও খুনি হিসেবে সিবিআই চার্জশিট জমা দেওয়ার পরেও অরাজকতা তৈরির জন্য ধর্মতলায় অনশন ও মিছিলের নাটক করা হচ্ছে। তাতে ইন্ধন দিচ্ছেন কিছু সিনিয়র ডাক্তার। রোগী পরিষেবা ব্যাহত করে গণ-ইস্তফাও কাম্য নয়। এও অরাজকতার আরও এক নজির। স্পষ্ট জানাল তৃণমূল কংগ্রেস। পুজো ও বন্যার পরিস্থিতিতে এই ধরনের কর্মসূচি, সেইসঙ্গে আরজি করে (R G Kar Case) ৫০ জন ডাক্তারের গণ-ইস্তফা কেন? প্রশ্ন তুলেছে তৃণমূল। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, সিবিআই তদন্ত করছে। তারা চার্জশিট জমা দিয়েছে। সেখানে কলকাতা পুলিশের তদন্তই মান্যতা পেয়েছে। এরপরেও শুধুমাত্র রাজনীতি করার জন্য এ-ধরনের কাজকর্ম করা হচ্ছে। সরকারি হাসপাতালগুলিতে এতে তীব্রভাবে রোগী হয়রানি বাড়বে। সরকার সংবেদনশীল। জ্যোতি বসুর মতো লাঠি দিয়ে মেরে তুলে দেয়নি। কিন্তু সৌজন্যতাকে দুর্বলতা ভেবে ভুল করছেন ডাক্তাররা।
আরও পড়ুন- কাশ্মীরে বিজেপিকে ঘাড়ধাক্কা জনতার, কান ঘেঁষে জয় পেল হরিয়ানায়