মানবিক ওসি, ব্যক্তিগত উদ্যোগে অনাথদের দিলেন পুজোর উপহার

সেখানেই রয়েছে গান্ধী আশ্রম। সেই আশ্রমের অনাথদের হাতে পুজোর উপহার তুলে দিলেন মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস।

Must read

সংবাদদাতা, মহিষাদল : সারা বছর চোরগুন্ডাদের নিয়েই পুলিশের কার্যকলাপ। পাশাপাশি বিপর্যয় থেকে দুর্ঘটনা সবই সামলান পুলিশকর্মীরা। সেই পুলিশের মানবিক মুখ দেখালেন মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস। ব্যক্তিগত উদ্যোগে গান্ধী আশ্রমের অনাথ কচিকাঁচাদের হাতে পুজোর উপহার হিসাবে নতুন পোশাক তুলে দিলেন তিনি।

আরও পড়ুন-রেশন কার্ডে বাধ্যতামূলক আধার লিঙ্ক

তিনি বলেন, পুজোয় ওদেরও ইচ্ছে হয় নতুন জামাকাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে। কিন্তু বাবা-মায়ের হাত ধরে পুজোর ভিড়ে রাস্তা পার হওয়া অধরা স্বপ্ন থেকে যায়। জন্ম থেকেই ওদের স্থায়ী ঠিকানা অনাথ আশ্রম। এদের কথা ভেবেই মহিষাদল থানার ওসি সিদ্ধান্ত নেন এই সব শিশুর হাতে তুলে দেবেন পুজোর উপহার। সিদ্ধান্তমতো বাজারে গিয়ে ওদের জন্য পোশাক কিনে নিজেই ছুটলেন মহিষাদলের ঐতিহ্যবাহী গান্ধী কুঠিরে। এখানে এক সময় পদার্পণ করেন মহাত্মা গান্ধী। সেখানেই রয়েছে গান্ধী আশ্রম। সেই আশ্রমের অনাথদের হাতে পুজোর উপহার তুলে দিলেন মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস।

Latest article