সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতিমাসে মহিলাদের ১০০০ টাকা ও তফসিল জাতি ও উপজাতির মহিলাদের ১২০০ টাকা করে আর্থিক অনুদান দেন। এবার সেই টাকা থেকে কিছুটা অংশ সারা বছর ধরে জমিয়ে দুর্গাপুজোর আয়োজন করে ফেললেন প্রমীলারা। ডোমজুড় বিধানসভার চকপাড়া সুভাষনগরের মহিলাবৃন্দ পরিচালিত এই পুজোয় শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বার্তা আরও উৎসাহিত করেছে উদ্যোক্তাদের। তাঁরা জানান, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে প্রতি মাসে অল্প অল্প করে জমিয়ে আমরা একটা তহবিল তৈরি করি। সেই টাকা থেকেই এবার আমরা দুর্গাপুজোর আয়োজন করেছি। এই পুজো আয়োজনের সমস্তটাই করেছেন এলাকার মহিলারা। মঙ্গলবার মহাপঞ্চমীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন হাওড়া জেলা (সদর) তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ। উপস্থিত ছিলেন ডোমজুড় কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি নুরাজ মোল্লা ও অন্যরা। কল্যাণ ঘোষ বলেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত পাচ্ছেন। এটা তাঁদের কাছে একটা বিরাট পাওয়া। এবার সেই টাকা জমিয়ে তা দিয়ে তাঁরা একটা দুর্গাপুজোর আয়োজন করে সবাইকেই তাক লাগিয়ে দিয়েছেন। এইভাবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প মহিলাদের বিভিন্নভাবে কাজে লাগছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুজো উদ্যোক্তারা বলেন, মুখ্যমন্ত্রীকে আমাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। এত ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী আমাদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। যা আরও ভালভাবে পুজো করতে আমাদের অনুপ্রাণিত করেছে।