সেনা জওয়ানকে অপহরণ করে খুন করল জঙ্গিরা, গুলিতে জখম আরও এক

ভোটের ফলপ্রকাশের পরেই ভূস্বর্গে ফের সক্রিয় সন্ত্রাসবাদীরা

Must read

প্রতিবেদন: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে না হতেই আবার জঙ্গিতৎপরতা জম্মু-কাশ্মীরে। এক সেনা জওয়ানকে অপহরণ করে গুলি করে মারল সন্ত্রাসবাদীরা। অপহৃত আরও এক জওয়ান কোনওরকমে জঙ্গিদের চোখে ধুলো দিয়ে তাদের ডেরা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও গুলি লেগেছে তাঁর শরীরেও। গুরুতর জখম হয়েছেন ওই জওয়ান। পুলিশসূত্রে জানা গিয়েছে, নিহত জওয়ানের না হিলাল আহমেদ ভাট। বুধবার বেলার দিকে অনন্তনাগের পথরীবল জঙ্গল থেকে উদ্ধার করা হয় তাঁর রক্তাক্ত নিস্প্রাণ দেহ। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তাঁর শরীর। মৃত এবং জখম জওয়ান ভারতীয় সেনার ১৬১ ইউনিটে কর্তব্যরত ছিলেন।

আরও পড়ুন: মেক্সিকোর মাটিতে সাবেকিয়ানার ছোঁয়া আটপৌরে সজ্জায় উমা

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। তখন গণনা চলছিল বিধানসভা ভোটের। জঙ্গি তৎপরতার খবর পেয়ে অনন্তনাগের জঙ্গলে বিশেষ অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথবাহিনী। সারারাত ধরে চলে চিরুণি তল্লাশি। এদিকে খবর আসে, বুধবার সকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ২ জওয়ানের। সন্ত্রাসবাদীরা তুলে নিয়ে গিয়েছে তাঁদের। খবর পাওয়া মাত্রই আরও জোরদার করা হয় জঙ্গি-বিরোধী অভিযান। ইতিমধ্যে জঙ্গিদের ডেরা থেকে কোনওরকমে পালিয়ে আসেন অপহৃত এক জওয়ান। শরীরে দুটি গুলির গভীর ক্ষত। দ্রুত তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু জীবীত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি অপহৃত আর এক জওয়ান হিলাল আহমেদ ভাটকে। এরপরেই জঙ্গিবিরোধী অভিযানের জন্য তলব করা হয় বাড়তি সেনা।

Latest article