দীর্ঘ বৈঠক, রাজ্যের প্রস্তাব অনড় ডাক্তাররা

দুর্গাপুজোর ষষ্ঠীতেও সৌজন্য দেখিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করলেন মুখ্যসচিব মনোজ পন্থ।

Must read

প্রতিবেদন : দুর্গাপুজোর ষষ্ঠীতেও সৌজন্য দেখিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বুধবার রাত সাড়ে ন’টায় স্বাস্থ্যভবনে গিয়ে তারা বৈঠকে বসেন। ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। দীর্ঘ ২ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের দাবিগুলি শোনেন এবং জানান, পুজোর পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুরোধ করেন, অনশন তুলে নেওয়ার জন্য।

আরও পড়ুন-দিনের কবিতা

যদিও জুনিয়র ডাক্তাররা এখনই সিদ্ধান্ত নিয়ে লিখিত প্রতিশ্রুতি চান। সমাধান চান। আন্দোলনকারীরা বৈঠক শেষে বক্তব্য রাখতে গিয়ে কার্যত বুঝিয়ে দিয়েছেন, অনশন তুলতে মুখরক্ষার কোনও সিদ্ধান্ত পাওয়ার জন্য মরিয়া। অন্যদিকে বুধবারই জুনিয়র ডাক্তাররা ফের নতুন আবদার জুড়েছেন। ষষ্ঠীর দিন যেখানে শহরের উত্তর থেকে দক্ষিণ ভাসছে জনস্রোতে। তার মধ্যেই এঁদের দাবি, ম্যাটাডরে করে বিভিন্ন মণ্ডপ পরিক্রমা করা হবে বিচারের দাবিতে। উদ্দেশ্যে স্পষ্ট, অনশন মঞ্চে লোক নেই, তাই পুজোর বাজারে নিজেদের প্রাসঙ্গিক রাখা, এবং মিডিয়ার প্রচারে থাকা। স্বাভাবিক ভাবেই নতুন তৈরি করতে চাওয়া এই জটিলতায় অনুমতি দেয়নি পুলিশ।

Latest article