দুবাই, ৯ অক্টোবর : মেয়েদের টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল ভারত। বুধবার শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়ে নক আউটের দৌড়ে টিকে রইলেন হরমনপ্রীত কৌররা। কয়েক মাস আগেই এশিয়া কাপের ফাইনালে এই শ্রীলঙ্কার কাছেই অপ্রত্যাশিত হারে খেতাব হাতছাড়া হয়েছিল হরমনপ্রীতদের। সেই হারের মধুর প্রতিশোধ নিলেন। জোড়া হাফ সেঞ্চুরি এল হরমনপ্রীত ও স্মৃতি মান্ধানার ব্যাট থেকে। ৪০ বলে ৪৩ রান করলেন শেফালি ভার্মা। বাকি কাজটা সারলেন বোলাররা।
আরও পড়ুন-প্রয়াত রতন টাটা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
ম্যাচটা জিততেই হত। পাশাপাশি বড় ব্যবধানে জিতে নেট রানরেটও বাড়িয়ে রাখার চ্যালেঞ্জ ছিল। দুটো কাজই নিখুঁত ভাবে সারলেন ভারতীয় মেয়েরা। এদিন বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার। শুরু থেকেই চালাচ্ছিলেন শেফালি। সেট হওয়ার পর হাত খুলে মেরেছেন স্মৃতিও। দু’জনে মিলে পাল্লা দিয়ে স্কোরবোর্ড সচল রেখেছিলেন। ৩৬ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি। কিন্তু তার পরেই রান আউট হয়ে যান। পরের বলেই আউট শেফালিও। ততক্ষণে অবশ্য স্কোরবোর্ডে ৯৮ রান তুলে ফেলেছিল ভারত।
আরও পড়ুন-উৎসবের জনজোয়ারে বাংলা, ষষ্ঠীতেই মণ্ডপে রেকর্ড ভিড়
এর পর দলের রানকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক হরমনপ্রীত। পাকিস্তান ম্যাচে ব্যাট করার সময় ঘাড়ে চোট পেয়েছিলেন। এদিন অবশ্য যাবতীয় শঙ্কা কাটিয়ে ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকালেন হরমনপ্রীত। শেষ পর্যন্ত তিনি ২৭ বলে ৫২ রান করে নট আউট থেকে যান। জেমাইমা রডরিগেজ করেন ১০ বলে ১৬। রান তাড়া করতে নেমে, মাত্র ৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। ম্যাচ ওখানেই পকেটে পুরে ফেলেছিল ভারত। শ্রীলঙ্কার মাত্র তিনজন ব্যাটার দু’অঙ্কের রান করেছেন। ভারতের অরুন্ধতী রেড্ডি ও আশা শোভনা ৩টি করে উইকেট নেন।