মহালয়া (Mahalaya) থেকেই দুর্গাপুজো উপলক্ষে রাস্তাঘাটে প্রচুর মানুষের ভিড়। যেকোন রকম অপরাধ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ (Kolkata Police)। দিনরাত কড়া নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। শুধু তাই নয় সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি। শহরজুড়ে কমপক্ষে ২৭ হাজার সিসিটিভি ক্যামেরা রয়েছে। লালবাজার কন্ট্রোল রুম থেকে প্রতিটি ক্যামেরায় চলছে নজরদারি। এছাড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্মিলিতভাবে ‘বন্ধু কলকাতা’ নামে একটি পরিষেবা চালু করা হয়েছে।
আরও পড়ুন-মোদীরাজ্যে ডাইনি অপবাদে মহিলাকে মানসিক নির্যাতন ও গুলি করে খুন
এমতাবস্থায় উৎসবের মরশুমে কলকাতা পুলিশের আধিকারিক এবং কর্মীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। লালবাজার সূত্রের খবর, শহরের সব থানা এবং ট্র্যাফিক গার্ডের অফিসারদের জানানো হয়েছে সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রবীণ, মহিলা ও শিশুদের সঙ্গে সঠিক আচরণ করতে হবে বাহিনীকে। খারাপ আচরণ করে পুলিশের ভাবমূর্তি নষ্ট করলে সেটা কখনই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। পুজোর সময়ে কোনও পুলিশ কর্মী মত্ত অবস্থায় থাকলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুজো উপলক্ষে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর – ৯১৬৩৭৩৭৩৭৩। কেউ হারিয়ে গেলে তাঁর পরিবার এই নম্বরে ফোন করে পুলিশকে জানাতে পারবেন। ট্র্যাফিক গার্ডগুলিকে মত্ত চালকদের প্রতি কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।