প্রতিবেদন : বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী ১২ অক্টোবর। মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত। এদিকে ইতিমধ্যেই নিম্নচাপের খানিকটা রেশ রয়েছে বাংলায়। এর জেরেই পুজোর শহর বৃষ্টিতে ভিজবে কি না তাই নিয়ে দোলাচলে ছিল বঙ্গবাসী। তবে হাওয়া অফিস জানিয়েছিল রবিবার থেকেই উন্নতি হবে আবহাওয়ার। সেই মতো মিলে গিয়েছিল পূর্বাভাস। তবে হাল্কা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছিল। শুক্রবার দক্ষিণবঙ্গের কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।