প্রতিবেদন : উৎসবে মুখরিত বাংলা। কিন্তু এই উৎসবের মধ্যেও মানুষের পাশে সবসময় রয়েছে অভিষেকের দূত। ষষ্ঠীর সকালে দুর্ঘটনাগ্রস্ত এক সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তেমনই নিদর্শন তৈরি করলেন হাওড়ার তৃণমূল কর্মীরা। বুধবার রাতে শিবপুর বিধানসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চম্পক চট্টোপাধ্যায় তাঁর বিধবা মায়ের জন্য কিছু কিনতে যাচ্ছিলেন। তখনই উল্টোদিক থেকে তীব্র গতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। খবর পেয়ে দ্রুত ছুটে যান স্থানীয় অভিষেকের দূত’রা (abhisheker doot)। দ্রুত তাঁকে উদ্ধার করে তাঁরা বাড়িতে নিয়ে যান। সকালে তাঁকে হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শমতো ব্যবস্থা নেওয়া হয়। উপস্থিত ছিলেন হাওড়ার ২২ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সঞ্জিত মিশ্র, শিবপুর কেন্দ্রের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্য ঘোষ, দেবজিৎ মুস্তাফি-সহ অন্য তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন- কেন এই মূর্তিপূজা?