মাদ্রিদ: সব জল্পনার অবসান। পেশাদার টেনিস থেকে অবসরের কথা জানিয়ে দিলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বৃহস্পতিবার ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরে স্পেনের মালাগায় ডেভিস কাপের ম্যাচের পরেই পাকাপাকি ভাবে টেনিস র্যাকেট তুলে রাখবেন। নাদাল আরও জানিয়েছেন, বর্ণময় কেরিয়ারের শেষ দুটো বছর খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। এক ভিডিও বার্তায় নাদাল বলেছেন, ‘‘সবাইকে জানাতে চাই, পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। গত দু’বছর খুব কঠিন সময়ের মধ্যে কাটিয়েছি। বারবার চোট পেয়েছি আর একের পর এক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছি। তবুও কোর্টে ফেরার লড়াই চালিয়ে গিয়েছি। কিন্তু বাস্তব হল, পুরো ফিট হয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। তাই এটাই অবসরের সঠিক সময়।’’
নাদাল আরও বলেছেন, ‘‘ছোট থেকেই এই একটি খেলাকে ভালবেসেছি। তখন থেকেই টেনিস আমার ধ্যান-জ্ঞান। তবে টেনিস আমাকে এত কিছু দেবে, সেটা স্বপ্নেও ভাবিনি। ভাবতেই পারিনি এতগুলো বছর ধরে খেলা চালিয়ে যাব, এতগুলো গ্র্যান্ড স্ল্যাম জিতব। যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। নভেম্বরে দেশের হয়ে ডেভিস কাপ খেলেই কোর্টকে বিদায় জনাব। শেষ টুর্নামেন্টটা স্পেনের হয়ে খেলব, এটা ভেবেই ভাল লাগছে।’’
প্রসঙ্গত, ২০০১ সালে পেশাদার টেনিসে অভিষেক নাদালের (Rafael Nadal)। ২৩ বছরের পেশাদার কেরিয়ারে ২২টি গ্র্যান্ড স্লাম-সহ অজস্র ট্রফি জিতেছেন। ফ্রেঞ্চ ওপেনে তিনি এতটাই দাপট দেখিয়েছেন যে, সবাই তাঁকে লাল সুরকির সম্রাট নামে ডাকত। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন খেতাব জিতেছিলেন নাদাল। বিশ্ব টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে তাঁর দ্বৈরথ তো অমর হয়ে থাকবে টেনিসের ইতিহাসে। প্রিয় বন্ধু ফেডেরার আগেই অবসর নিয়েছেন। এবার নাদালও সরে গেলেন।