রতন টাটার জীবনাবসানের পর থেকেই তাঁর উত্তরসূরীর নাম নিয়ে শুরু হয়েছিল জল্পনা। রতনের জায়গায় কে হবেন টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান, এই প্রশ্নই ঘুরছিল বাণিজ্যক মহলে। অবশেষে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হলেন নোয়েল টাটা। তিনি সদ্য প্রয়াত রতন টাটার সৎ ভাই। শুক্রবার টাটা ট্রাস্টের বোর্ড মেম্বাররা বৈঠকে বসেছিলেন। যেখানে সর্বসম্মতভাবে নোয়েল টাটাকে চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এদিন এক বিবৃতিতে টাটা ট্রাস্ট জানিয়েছে, “শুক্রবার রতন টাটার স্মরণসভা ছিল। তারপর হয়েছে জরুরি বৈঠক। সেই বৈঠকে নোয়েল টাটাকে ট্রাস্টের চেয়ারম্যান বাছা হয়েছে।” ২০১০ সালের অগস্ট এবং ২০২১-এর নভেম্বরের মধ্যে টাটা গ্রুপের ট্রেডিং শাখা টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন রতন টাটার ভাই নোয়েল।
আরও পড়ুন: এবার নোবেল শান্তি পুরস্কার জাপানি সংস্থাকে
এ বিষয়ে টাটা সন্সের প্রাক্তন বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণন বলেছেন, ‘‘নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো তাঁর দক্ষতা রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।’’