দুই সুদীপের রানেও স্বস্তিতে নেই বাংলা

Must read

প্রতিবেদন : ছন্দে থাকা অভিমন্যু ঈশ্বরণের উইকেট দিনের শুরুতে হারাতে হলেও লখনউয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি অভিযানের প্রথম দিন প্রথম দুই সেশনে বাংলার শাসন জারি ছিল দুই সুদীপের চওড়া ব্যাটে। বাংলার হয়ে প্রত্যাবর্তন ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন সুদীপ চট্টোপাধ্যায়। সুদীপ ঘরামি সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন। এরপর সেই চেনা ব্যাটিং বিপর্যয়ের কাহিনি। ম্যাচের রাশ হারিয়ে অস্বস্তিতে বাংলা। প্রথম দিনের শেষে ৭ উইকেটে ২৬৯ রান তুলেছে লক্ষ্মীরতন শুক্লার দল।
টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন বঙ্গ অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। অভিমন্যুকে (৫) ফিরিয়ে দেন যশ দয়াল। এরপর হাল ধরেন দুই সুদীপ। দু’জনে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৯৮ রান। সেঞ্চুরি পূর্ণ করেন সুদীপ (চট্টোপাধ্যায়)। চা বিরতির পর তৃতীয় সেশনে মাত্র ২৪ রানের মধ্যে দ্রুত পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বঙ্গ ব্রিগেড। উত্তর প্রদেশের বছর তিরিশের লেগ স্পিনার ভিপরাজ নিগম পরপর তুলে নেন সুদীপ ঘরামি (৯০), অনুষ্টুপ (১) ও ঋদ্ধিমান সাহার (০) উইকেট। প্রত্যাবর্তন স্মরণীয় হল না ঋদ্ধিমানের। সিনিয়র সুদীপ ১১৬ রান করে আউট হন। অভিষেক পোড়েল (২) রান আউট হন। ঋত্বিক চট্টোপাধ্যায় (১২) ভরসা দিতে পারেননি। লড়ছেন শাহবাজ আহমেদ (অপরাজিত ২৬)। সঙ্গী সুরজ জয়সওয়াল।

আরও পড়ুন: বন্ধ চা-বাগানে পুজো রাজ্যের অনুদানে

Latest article