কত দ্রুত কাজ হচ্ছে জানিয়ে দিল সরকার

Must read

প্রতিবেদন : হাসপাতালগুলিতে নিরাপত্তাজনিত কাজ কতদূর এগোল তার খতিয়ান চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যসচিব মনোজ পন্থকে ই-মেল করে তা জানতে চাওয়া হয়। এবার পাল্টা ই-মেল করে ওই কাজের বিস্তারিত খতিয়ান তাঁদের কাছে পাঠিয়ে দিল রাজ্য সরকার (West Bengal Government)।
• ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষায় রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কাজ।
• রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৭ হাজার ৫১টি সিসিটিভি, ৭৭৮টি ওয়াশরুম, ৮৯৩টি নতুন ডিউটি রুম তৈরির কাজ শেষ হয়েছে।
• পর্যাপ্ত আলো, অ্যালার্ম ও বায়োমেট্রিক ব্যবস্থা চালুর জন্য রাজ্যের তরফে ১১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
• কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বুধবার সবুজ সংকেত মিলেছে আরজি কর মেডিক্যাল কলেজের কাজে। তাই হাসপাতালে সব কাজ এখনও শুরু করা যায়নি।
• আরজি কর বাদে বাকি মেডিক্যাল কলেজগুলিতে মঙ্গলবারের মধ্যে সব কাজ সম্পন্ন হয়ে যাবে।
• স্বাস্থ্য-সংক্রান্ত যে কোনও বিষয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্যস্তরে কমিটি গঠন করা ছাড়াও কেন্দ্রীয়ভাবে একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর হয়েছে।
• সব মেডিক্যাল কলেজ হাসপাতালে পুরনো রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে পুনর্গঠন করা হয়েছে।
• নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা অডিটের জন্যে রাজ্যস্তরে প্রাক্তন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থ এবং জেলাস্তরে জেলাশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
• মহিলাদের নিরাপত্তায় বিভিন্ন থানায় এক হাজার ১১৩ জন মহিলা কনস্টেবলকে যুক্ত করা হয়েছে।
• সুরক্ষার জন্য দেড় হাজারের বেশি বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
• মসৃণভাবে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অনশন প্রত্যাহার করে জুনিয়র চিকিৎসকদের স্বাভাবিক কাজকর্মে ফেরার আবেদন জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।

আরও পড়ুন- মণ্ডপে আর উৎপাত করা যাবে না : কোর্ট

Latest article