প্রতিবেদন : আরজি করের ঘটনা নিয়ে মুখ খুলতেই আরএসএস-প্রধান মোহন ভাগবতকে ধুইয়ে দিল তৃণমূল কংগ্রেস। দশমীর দিন নিজের বক্তব্যে ওই ঘটনার কড়া সমালোচনা করেন সংঘ-প্রধান। এরপরই তৃণমূলের তরফে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া দেন।
আরও পড়ুন-কুমারীপূজা কী ও কেন?
এক ফেসবুক পোস্টে কুণাল লেখেন, মোহন ভাগবৎজি, আরজি কর জঘন্য ঘটনা। সামাজিক অপরাধ। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে আততায়ীকে ধরেছে, যা সিবিআই মান্যতা দিয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাংলায় অনেক কমেছে, বন্ধ করার চেষ্টা চলছে। আপনি বাংলার ঘটনা নিয়ে বলার আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, উত্তরাখণ্ড, দিল্লি, মণিপুরের কথা বলুন। যেখানে বিজেপির হাতে পুলিশ, সেখানকার পরের পর ঘটনার সময়ে আপনার বিবেক জাগে না। তখন সীতা, দ্রৌপদীর কথা মনে পড়ে না। আরএসএস নয়, আপনাকে সরাসরি বিজেপি নেতাই মনে হল।