প্রতিবেদন : চলতি বছর শ্রীভূমির পুজো উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তা এবং বিধাননগর পুলিশকে সাফ জানিয়ে দিয়েছিলেন, কোনও ভাবেই যেন রাস্তায় যানজটের সৃষ্টি না হয়। মণ্ডপের জন্য যাতে পথ চলতি মানুষের কোনও অসুবিধা না হয় সেই বিষয়ে নির্দেশ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথাকে শিরোধার্য করেই গোটা পুজোয় ভিআইপি রোডকে যানজটমুক্ত রাখতে সক্ষম হল ট্রাফিক প্রশাসন। বেশ কিছু বাসের রুট পরিবর্তন করে এবং পথ চলতি মানুষকে সাবওয়ে দিয়ে যাতায়াত করিয়ে গোটা ইএম বাইপাসে মসৃণভাবে যান চলাচল সচল রেখেছে বিধাননগর পুলিশ।
আরও পড়ুন-পান্তা খেয়ে ২৪ বেয়ারার কাঁধে চেপে কৈলাসে ফিরলেন উমা
উল্টোডাঙাগামী গাড়ির গতি একটু ধীর হলেও, এয়ারপোর্টের দিকের রাস্তায় মসৃণভাবে ছুটছে গাড়ি। গোলাঘাটা এবং বাঙুরের মাঝে থামতে দেওয়া হচ্ছে না কোনও বাস বা গাড়ি। উল্টোডাঙা থেকে সার্ভিস রোড হয়ে গোলাঘাটা পর্যন্ত আসছে বাস, সেখান থেকে একেবারে গিয়ে থামছে বাঙুর অ্যাভিনিউয়ে। বিকেল থেকে ভিআইপি রোডে অটো চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ২২১ নম্বর রুটের বাসও নাগেরবাজার থেকে লেকটাউন দিয়ে ভিআইপিতে আসার পরিবর্তে এক নম্বর এয়ারপোর্ট দিয়ে আসছে।