ফের পিছোল আনোয়ারের শুনানি, ডার্বির প্রস্তুতি শুরু করল মোহনবাগান

ঝুলেই রইল আনোয়ার আলির ভবিষ্যৎ! সোমবার এআইএফএফ-এর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভায় শুনানিতে আনোয়ার ইস্যুতে চূড়ান্ত রায় ঘোষণার কথা ছিল

Must read

প্রতিবেদন : ঝুলেই রইল আনোয়ার আলির ভবিষ্যৎ! সোমবার এআইএফএফ-এর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভায় শুনানিতে আনোয়ার ইস্যুতে চূড়ান্ত রায় ঘোষণার কথা ছিল। কিন্তু সেই শুনানি ফের পিছিয়ে গেল। আগামী ২৩ অক্টোবর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে ১৯ অক্টোবরের ডার্বিতে খেলতে কোনও সমস্যা হবে না আনোয়ারের।

আরও পড়ুন-সেজেগুজে মেকি দরদিদের পোস্ট, ধুইয়ে দিলেন কুণাল

ইস্টবেঙ্গলের আইনজীবী অনুপস্থিত থাকার জন্যই এদিনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর আনোয়ার ইস্যুতে শুনানি ছিল। সেই সময় ইস্টবেঙ্গলের আইনজীবী জানিয়েছিলেন, ৮ অক্টোবর তাঁর শিরদাঁড়ায় অস্ত্রোপচার হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁর পক্ষে দীর্ঘক্ষণ বসে থাকা সম্ভব নয়। তাই পরবর্তী শুনানি অন্তত চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। যদিও সেই সময় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ১৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন ঘোষণা করে জানিয়েছিল, আর সময় বাড়ানো সম্ভব নয়। যদি কোনও পক্ষের আইনজীবী উপস্থিত থাকতে না পারেন, তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। কিন্তু এদিন ফের শুনানি পিছিয়ে দেওয়া হল!

আরও পড়ুন-সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, কোর্টে সাসপেন্ডেড ৫১ চিকিৎসক

এদিকে, ছুটি কাটিয়ে সোমবার থেকেই ডার্বির প্রস্তুতি শুরু করল মোহনবাগান। প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল দু’দিন আগেই প্র্যাকটিসে নেমে পড়েছিল। এদিন মাঠে নেমে পড়লেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, জেমস কামিন্স, মনবীর সিংরা। এদিন প্র্যাকটিসে রাগবি বল নিয়ে ট্রেনিং করতে দেখা গিয়েছে দিমিত্রি, ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্টদের। এদিকে, লাল-হলুদের নতুন কোচ অস্কার ব্রুজোর ভিসা জট এখনও কাটেনি। ফলে অস্থায়ী কোচ বিনো জর্জের তত্ত্বাবধানেই জোরকদমে ডার্বির প্রস্তুতি নিচ্ছেন ক্লেটন সিলভারা। আইএসএলের প্রথম চার ম্যাচেই হার। ঘুরে দাঁড়ানোর জন্য শনিবাসরীয় বড় ম্যাচকেই মঞ্চ হিসাবে বাছছে ইস্টবেঙ্গল।

Latest article