উত্তর ২৪ পরগনা : মাতিয়ে দিল উত্তর ২৪ পরগনা জেলার কার্নিভাল। সোমবার জেলার চার প্রান্তে কার্নিভাল অনুষ্ঠিত হয়। জেলা সদর বারাসত, বারাকপুর, বসিরহাট ও বনগাঁ এই চারটি জায়গায় বিকেল ৪টে থেকে কার্নিভাল শুরু হয়ে যায়। বনগাঁয় এই বছর প্রথম হল কার্নিভাল। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, বিধায়ক রফিকুর রহমান, রহিমা মণ্ডল, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বারাসতের এসপি পতিক্ষা ঝারখরিয়া, তাপস দাশগুপ্ত, মফিদুল হক শাহাজি, অশনি মুখোপাধ্যায়, নিমাই ঘোষ-সহ অন্যরা।
আরও পড়ুন-বিজেপির হাতে নিগৃহীত সন্ন্যাসীর পাশে উদয়ন
এই জেলা কার্নিভাল দিয়েই এবারের মতো শেষ হল শারদোৎসবের। একটি বছরের অপেক্ষা। তবে শারদোৎসবের শেষ লগ্নে উত্তর ২৪ পরগনা জেলা কার্নিভাল মাতিয়ে দিল। সোমবার জেলার চার প্রান্তে বিকেল ৪টে থেকে কার্নিভাল শুরু হয়ে যায়। বনগাঁয় এই বছর প্রথম বার সরকারি উদ্যোগে এই অনুষ্ঠান হয়। বারাকপুর ও বসিরহাটে দ্বিতীয়বার ও বারাসতে তৃতীয়বার কার্নিভাল হল। বনগাঁয় ১০টি প্রতিমা নিয়ে এবং বাকি তিন জায়গায় ১৪টি প্রতিমা নিয়ে পুজো কমিটিগুলি শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে। চার জায়গাতেই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। এদিন সরকারের উদ্যোগে এই কার্নিভাল ঘিরে পুজো কমিটিগুলি ও সাধারণ মানুষের উপস্থিতি ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।