প্যাংগং লেকের (Pangong Lake) উত্তর তীরে চিনের আগ্রাসন অব্যাহত। প্যানগং সো লেকের কাছেই তৈরি হয়েছে এক চিনা জনপদ। তবে এই জনপদকে সামরিক ঘাঁটি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এর আগেই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল, প্যাংগংয়ের (Pangong Lake) উত্তর এবং দক্ষিণ তীরের একটা অংশ জুড়ে কংক্রিটের সেতু তৈরি করছে লাল ফৌজ। শুধু তাই নয় এই ৪০০ মিটার সেতুর উপর দিয়ে যান চলাচল করছিল তাও দেখা গিয়েছে। এবার যা দেখা গিয়েছে তা দেখে উদ্বেগে ভারত। প্যাংগংয়ের উত্তর তীরে সামরিক ব্যবহারের জন্য একাধিক বিল্ডিং তৈরি করে ফেলেছে চিনা সেনা।
আরও পড়ুন- কাশ্মীরে নির্বাচিত সরকারের ক্ষমতা খর্ব করার ছক বিজেপির, সরব তৃণমূল
আমেরিকার ম্যাক্সার টেকনোলজিসের ৯ অক্টোবরের উপগ্রহচিত্রগুলিতে দেখা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ৩৮ কিলোমিটার এলাকার মধ্যে কমপক্ষে ১০০ টি বিল্ডিং তৈরি করেছে চিনা সেনা। এই বিল্ডিংগুলির প্রতিটিতেই ৬ থেকে ৮ জন করে থাকতে পারেন অনায়াসে। অথবা ১০ টন করে সরঞ্জাম মজুত করে রাখা যায় সেই সব বিল্ডিংয়ে। সেখানে রয়েছে প্রশাসনিক ভবন ছাড়াও সেনার আবাসন। শুধু তাই নয়, রয়েছে ১৫০ মিটারের একটি জায়গা। সেটি সম্ভবত হেলিকপ্টার ওঠা-নামার জন্য তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংবেদনশীল ওই অঞ্চলে চিনা সেনা বিল্ডিং তৈরি শুরু শুরু করে গত এপ্রিল মাসে।
এই ধরনের বসতি তৈরি করে চিন কূটনৈতিকভাবে ভারতের ওপর পালটা চাপ তৈরি করতে পারে বলে জানিয়েছেন নর্দার্ন কমান্ডের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা।