নির্বাচনী প্রচারে খয়রাতির প্রতিশ্রুতি দেওয়া হলে তা ঘুষ হিসেবে গণ্য হোক, এই মর্মে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয়েছিল মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। ভোট প্রচারে খয়রাতির প্রতিশ্রুতি নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের মত কী? জানতে চাইল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এই মামলার শুনানিতে নোটিশ জারি করে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল শীর্ষ আদালত।
আরও পড়ুন- সেতু নির্মাণ-গাড়ি চলাচলের পর এবার চিনের শতাধিক বিল্ডিং তৈরি প্যাংগং হ্রদের উত্তর তীরে! বাড়ছে উদ্বেগ
বিনামূল্যের খয়রাতি নিয়ে রাজনৈতিক দলগুলি যেভাবে বেলাগাম প্রতিশ্রুতি দেয় তাতে সরকারি কোষাগারের উপর এবং করদাতাদের উপরই আর্থিক চাপ বাড়ে। কিন্তু প্রাক-নির্বাচনী এই প্রতিশ্রুতি পূরণ করার বিষয়টি নিশ্চিত করার কোনও ব্যবস্থা নেই। এই অভিযোগ জানিয়ে মামলা করেছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা শশাঙ্ক জে শ্রীধর। এদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) সেই মামলা ওঠে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস জেবি পারদিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে। শশাঙ্কের আবেদন ছিল যে রাজনীতিক দল নির্বাচনী প্রচারে খয়রাতির প্রতিশ্রুতি দেয়, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুক নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতেই নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট।