আরও একবার ইতিহাস তৈরি করার পথে ভারত। চাঁদে এবার মানুষ পাঠাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পাশে পাবে জাপানকেও। চন্দ্রযান-৩-এর সাফল্য পেয়েছে। দিন কয়েক আগে চন্দ্রযান-৪ মিশনটির অনুমোদন দিয়েছে ভারত সরকার। তবে পঞ্চম মিশনটিও ‘মুন’, জানিয়েছে ইসরো।
ইসরোর পঞ্চম মুন মিশন অর্থাৎ লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন (লুপেক্স) একটি যৌথ মিশন হতে চলেছে। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা-র সাহায্যে ইসরো এই মিশনটি সম্পন্ন করবে। এই মিশনে (LUPEX Mission) চাঁদে মানুষ পাঠানো হবে বলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গবেষণা চলবে চাঁদের মাটিতে। ১০০ দিন ধরে খোঁজা হবে বিভিন্ন অজানা তথ্য।
ইসরোর মতে, এই মিশনের সবচেয়ে কঠিন, চাঁদে ১০০ দিন মোটেও পৃথিবীর এক একটা দিনের সমান নয়। ফলে টিকে থাকতে হলে যে বিরাট কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- চিন্তায় মধ্যবিত্ত! একধাক্কায় ৫০ শতাংশ দাম বাড়ল অ্যাজমা থেকে থ্যালাসেমিয়ার ওষুধের
লুপেক্স মিশন (LUPEX Mission) কী:
ভারত ও জাপানের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং জাক্সা একসঙ্গে এই মিশনটিতে থাকবে।
চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে লুপেক্স। চাঁদের পৃষ্ঠে জল এবং মূল্যবান সম্পদের খোঁজ চালাবে।
লুপেক্স চাঁদের পৃষ্ঠে জলের পরিমাণ মাপতে পারবে।
এটি একটি জাপানি রকেট থেকে উৎক্ষেপণ করা হবে। তবে ল্যান্ডার সিস্টেম তৈরি করবে ইসরো। ল্যান্ডার সিস্টেমে উন্নত বৈজ্ঞানিক যন্ত্র থাকবে। যেমন গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, মিড-ইনফ্রারেড স্পেকট্রোমিটার এবং রামন স্পেকট্রোমিটার। এছাড়াও, জাপানি সেন্সরগুলিও ইনস্টল করা হবে, যা চাঁদের পৃষ্ঠকে গভীরভাবে গবেষণা করতে সাহায্য করবে।
এদিকে রোভার গড়বে জাক্সা। লুপেক্সের রোভার ৩৫০ কেজি পর্যন্ত ওজন করতে পারে।