১০০ বছর পর পর্বতারোহীর জুতো, মোজা-সহ পা উদ্ধার

Must read

প্রতিবেদন : ইতিহাস ফিরে ফিরে আসে। তাই ইতিহাসের নিদর্শনও বোধ হয় ফিরে আসে আচমকাই। ঠিক তেমনভাবেই ফিরে এল ১০০ বছর পর এক পর্বতারোহীর জুতো সমেত পা। শুনতে খানিকটা অবাক লাগলেও বিষয়টি একেবারে সত্যি। ১০০ বছর আগে বিখ্যাত পর্বতারোহী জর্জ ম্যালরির সঙ্গে আরভিন এভারেস্ট অভিযানে গিয়ে অদৃশ্য হয়েছিলেন। ৮ জুন, ১৯২৪-এর সকালে, অ্যান্ড্রু কমিন আরভিন এবং জর্জ ম্যালরি (George Mallory) এভারেস্ট অভিযানের জন্য যাত্রা শুরু করেন। মাত্র ২২ বছরে এভারেস্টের চূড়ায় ওঠার জন্য যাত্রা করেন তিনি। কিন্তু যাত্রা শুরুর ঠিক পরেই নিখোঁজ হয়ে যান এই অ্যান্ড্রু ওরফে স্যান্ডি। ১৯৯৯ সালে ম্যালরির (George Mallory) দেহাবশেষ পাওয়া গেলেও আরভিনের হদিশ মেলেনি। এবার এভারেস্টের বরফ গলে একটু পা ও জুতো বেরিয়ে এল। তা নজরে পড়ল ন্যাশনাল জিয়োগ্রাফিকের তথ্যচিত্র নির্মাতাদলের।

আরও পড়ুন- মিশন লুপেক্স: চাঁদে মানুষ পাঠিয়ে ইতিহাস গড়বে ইসরো! সঙ্গে থাকছে জাপান

Latest article