প্রতিবেদন : এবারের মতো পুজো শেষ। মঙ্গলবার কার্নিভাল। বুধবার লক্ষ্মীপুজো। এরই মধ্যে রাজ্য জুড়ে বিজয়া সম্মিলনী (Bijoya Sammilani) পালন করার উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলের তরফে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ একথা জানান। তিনি বলেন, পুজো, উৎসব, উৎসব-অর্থনীতি মরশুমে এবার তৃণমূল কংগ্রেস কর্মী, সদস্য, সংগঠক, জনপ্রতিনিধি-সহ গোটা পরিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিজয়া সম্মিলনী (Bijoya Sammilani) পালনে নেমে পড়ছে। নিবিড় জনসংযোগই এবার বিজয়া সম্মিলনীর অন্যতম লক্ষ্য বলেও জানান কুণাল। বলেন, বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও ভাল কাজগুলিকে মানুষের কাছে তুলে ধরা হবে। এর পাশাপাশি মানুষের যদি কোনও প্রস্তাব থাকে সেসবও শোনা হবে। বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে যে কুৎসা ও চক্রান্তে শুরু করেছে সঠিক তথ্য তুলে ধরে দলীয় কর্মীরা তার জবাব দেবেন। সেই সঙ্গে বাস্তব পরিস্থিতিটাও তুলে ধরা হবে। মানুষকে বোঝাতে হবে ওই সমস্ত বিষয়ে সিপিএম আমলে কী হয়েছিল, বিজেপিশাসিত রাজ্যে কী হচ্ছে, সেসবও তথ্য সহকারে মানুষকে বোঝাতে হবে। আগামী দিনে বাংলার সার্বিক উন্নতির লক্ষ্যে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস কী ভাবনা-চিন্তা করছে তাও বিস্তারিত ভাবে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তুলে ধরবেন কর্মীরা।