বদলে গেল লেডি অফ জাস্টিস

বদলে গেল লেডি অফ জাস্টিসের (Lady of Justice) মূর্তি। খুলে নেওয়া হল চোখের কালো বাঁধন। সরে গেল হাতের তরোয়াল।

Must read

প্রতিবেদন : বদলে গেল লেডি অফ জাস্টিসের (Lady of Justice) মূর্তি। খুলে নেওয়া হল চোখের কালো বাঁধন। সরে গেল হাতের তরোয়াল। তার পরিবর্তে হাতে এল সংবিধান। সুপ্রিম কোর্টে বিচারপতিদের গ্রন্থাগারে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে স্থাপিত হয়েছে এই নতুন মূর্তিটি। দীর্ঘদিন ধরে দেখতে অভ্যস্থ মূর্তির কেন পরিবর্তন, তার ব্যাখ্যা পাওয়া গিয়েছে প্রধান বিচারপতির কার্যালয় সূত্রে।

আরও পড়ুন-১৮ অক্টোবর থেকে শুরু উপাচার্য বাছাইয়ের কাজ

বলা হয়েছে, ব্রিটিশ উত্তরাধিকার সূত্রে চলে আসা মূর্তির পরিবর্তন। কারণ আইন কখনওই অন্ধ নয়। আইনের চোখে সকলে সমান। তাই মূর্তির এক হাতে তরোয়াল না থেকে থাকা উচিত সংবিধান। যাতে বার্তা যায় সংবিধান অনুযায়ী ন্যায় বিচার করে আদালত। তরোয়াল আসলে হিংসার প্রতীক। আর তুলাদণ্ড সমাজের ভারসাম্যের প্রতিনিধিত্ব করছে। যে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে উভয় পক্ষের যুক্তি ও তথ্য আদালত সমানভাবে মূল্যায়ন করে। নিশ্চিতভাবে বিচারব্যবস্থায় এই পরিবর্তন ঐতিহাসিক।

Latest article