বাজার চড়া, তবুও সাড়ম্বর লক্ষ্মীর আরাধনা বাংলায়

দুর্গাপুজোর পরই বাঙালির ঘরে ঘরে হয় লক্ষ্মীর আরাধনা। যথারীতি পুজোর আগেই বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে যায়।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : দুর্গাপুজোর পরই বাঙালির ঘরে ঘরে হয় লক্ষ্মীর আরাধনা। যথারীতি পুজোর আগেই বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে যায়। তাতেও অবশ্য লক্ষ্মী-আরাধনায় ব্যাঘাত ঘটেনি। পুজোর আগে লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবজিচাষের। স্বাভাবিকভাবেই সবজির বাজার ছিল এমনিতেই চড়া। এর উপর লক্ষ্মীপুজোয় চাহিদা বৃদ্ধি পাওয়ায় লাফ দিয়েছে সবজির দাম। তবে শুধু সবজি নয়, ফল, ফুল ও প্রতিমার বাজারেও দাম আকাশ ছুঁয়েছে।

আরও পড়ুন-বদলে গেল লেডি অফ জাস্টিস

রাজ্যের সবজি উৎপাদক জেলাগুলির অন্যতম বাঁকুড়া। জেলার বিস্তীর্ণ অংশে ব্যাপকহারে সবজি উৎপাদন হয়। সেই সবজি শুধু বাঁকুড়া জেলার চাহিদা পূরণ করে তাই নয়, পার্শ্ববর্তী জেলা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও পুরুলিয়া জেলা ছাড়াও ভিন রাজ্যের বিভিন্ন বাজারে রফতানি করা হয়। পুজোর আগে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া জেলার সর্বত্র সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে শুধু বাঁকুড়া জেলায় নয় রাজ্যের প্রায় সর্বত্র পুজোর আগে অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি পায় সবজির। লক্ষ্মীপুজোর বাজারে তার প্রভাব পড়েছে। বেড়েছে ফলমূল এমনকী প্রতিমার দামও। তার পরেও বাঙালির ঘরে ঘরে সাড়ম্বর লক্ষ্মী-আরাধনা হয়েছে। দেবীর কাছে ভক্তের আকুতি, সবাইকে সুখে-সমৃদ্ধি রাখুন মা লক্ষ্মী।

Latest article