পাইলটদের বাড়তি কাজের চাপ কমানোর দাবি জুনের

দেশের বিভিন্ন বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার পাইলটদের অনেককেই নির্ধারিত সময়ের থেকে বেশি সময় ডিউটি করতে হচ্ছে বলে অভিযোগ৷

Must read

প্রতিবেদন : দেশের বিভিন্ন বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার পাইলটদের অনেককেই নির্ধারিত সময়ের থেকে বেশি সময় ডিউটি করতে হচ্ছে বলে অভিযোগ৷ এই নিয়ে কর্তব্যরত পাইলটদের মধ্যে অসন্তোষ আছে দীর্দদিন ধরেই৷ অতিরিক্ত সময়ে পাইলটদের ডিউটি করতে বাধ্য করা হচ্ছে, এই অভিযোগ পেয়ে দেশের বিমান পরিষেবা নিয়ন্ত্রণকারী সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ সুপারিশ করেছিল নির্ধারিত একটি ডিউটি শেষ করার পরে সংশ্লিষ্ট পাইলটকে ৩৬ থেকে ৪৮ ঘন্টা বাধ্যতামূলক ভাবে বিশ্রাম দেওয়া হোক৷

আরও পড়ুন-বায়ুদূষণ, বিরক্ত সুপ্রিম কোর্ট, তীব্র ভর্ৎসনা পঞ্জাব-হরিয়ানা সরকারকে

এই সুপারিশ মানতে নারাজ দেশের বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি৷ তাদের দাবি, ডিজিসিএ-র সুপারিশ মানতে গেলে ২০ শতাংশ অতিরিক্ত পাইলট নিয়োগ করতে হবে, যা তাদের বাজেটের বাইরে৷ এই টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের বিমানযাত্রীদের নিরাপত্তা৷ অতিরিক্ত সময়ে ডিউটি করতে গিয়ে ক্লান্ত থাকা পাইলটদের সামান্য ভুলেই বিপদ ঘনাতে পারে, যার জেরেই ক্ষতিগ্রস্ত হতে পারে যাত্রী নিরাপত্তা— এই যুক্তিতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বুধবার এই দাবিই তুলেছেন কমিটির সদস্য, তৃণমূল সাংসদ জুন মালিয়া৷ সূত্রের খবর, তৃণমূল সাংসদ জুন মালিয়ার দাবি মেনে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন কমিটির চেয়ারম্যান বর্ষীয়ান সাংসদ সঞ্জয় ঝা৷ আগামী ২৪ এবং ২৫ অক্টোবর কমিটির পরবর্তী বৈঠকে এই বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে বলে জানা গিয়েছে সংসদীয় সূত্রে৷

Latest article