প্রতিবেদন : নভেম্বরেই শেষ হচ্ছে মেয়াদ। তাই তার আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁর উত্তরসূরি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার (Sanjiv Khanna) নাম সুপারিশ করলেন। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে নতুন নাম সুপারিশ করেছেন চন্দ্রচূড়। বিচারপতি সঞ্জীব খান্না (Sanjiv Khanna) চন্দ্রচূড়ের পরে শীর্ষ আদালতের সবচেয়ে সিনিয়র বিচারপতি। প্রধান বিচারপতি চন্দ্রচূড় ১০ নভেম্বর অবসর গ্রহণ করবেন। অন্যদিকে, বিচারপতি সঞ্জীব খান্না অবসর নেবেন আগামী বছরের ১৩ মে। প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ হবে ৬ মাসের কিছু বেশি। ১৯৮৩ সালে কর, সালিশি, বাণিজ্যিক এবং পরিবেশ-সহ অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আইনি অনুশীলন শুরু করেছিলেন বিচারপতি সঞ্জীব খান্না। তিনি ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে কাজ শুরু করেন এবং এক বছর পরে তাঁকে স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত করা হয়। ২০১৯ সালের ১৮ জানুয়ারিতে তিনি সুপ্রিম কোর্টে উন্নীত হন।
আরও পড়ুন- সরকারি হাসপাতালে টানা কর্মবিরতির জের, খরচ বৃদ্ধি স্বাস্থ্যসাথীর