বেঙ্গালুরু, ১৭ অক্টোবর : বেঙ্গালুরুতে ভারতের হতশ্রী ব্যাটিং দেখে হতাশ অনিল কুম্বলের (Anil Kumble) মতো প্রাক্তনরা। একেই পরিবেশ, পরিস্থিতি বুঝতে ভুল করেছেন রোহিত শর্মা, গৌতম গম্ভীররা। বৃষ্টিতে টানা পিচ ঢাকা থাকা সত্ত্বেও মেঘলা আবহাওয়ার মধ্যে টসে জিতে ব্যাট করার মতো সাহসী সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। সেটাই বুমেরাং হয়ে যায়। চোটের কারণে শুভমন গিল না খেলায় এমন কন্ডিশনে বিরাট কোহলিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠায় দল। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কুম্বলে (Anil Kumble)। প্রাক্তন ভারত অধিনায়কের মতে, এমন দিনে তিন নম্বরে চেতেশ্বর পূজারার ব্যাটিং মিস করেছে দল।
মেঘলা আবহাওয়ার মধ্যে শুরুতে ব্যাট করতে নেমেও কিউয়িদের পেস, স্যুইংয়ের সামনেও আগ্রাসী ব্যাটিংয়ের রণনীতি থেকে সরেনি দল। কুম্বলে বলছেন, ‘‘বিরাট কোহলির ৪ নম্বরে ব্যাট করা উচিত ছিল। এই পজিশনে ও আমাদের এক নম্বর ব্যাটার। দীর্ঘদিন ধরে চারেই খেলছে বিরাট।’’
এরপরই কুম্বলের সংযোজন, ‘‘তিন নম্বরে চেতেশ্বর পূজারার মতো কাউকে দরকার ছিল। পূজারা এত বছর ধরে এই পজিশনে খেলেছে। ১০০ টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার। পূজারা যদি আজ থাকত, তাহলে আমার মনে হয় না ও শুরু থেকে বোলারকে আক্রমণ করত। বরং বলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করত। বলকে ব্যাটে আসতে দিত এবং পূজারার মতো কাউকে আমরা মিস করেছি। এই কারণেই ভারত টেস্টের শুরুতেই সমস্যায় পড়ে গিয়েছে।’’
আরও পড়ুন- দ্বিতীয় সেমিস্টারের আগে ফের শিক্ষকদের প্রশিক্ষণ সংসদের