প্রয়াত অভিনেতা দেবরাজ রায়, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত অভিনেতা দেবরাজ রায় (Debraj Roy)। অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। দীর্ঘদিন ধরে বাংলা সিনেমা, ধারাবাহিক ও দূরদর্শনে কাজ করে এসেছেন তিনি। দূরদর্শনের প্রথম যুগে সংবাদ পাঠক হিসেবেও যুক্ত ছিলেন দেবরাজ। অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- সরকারি হাসপাতালে টানা কর্মবিরতির জের, খরচ বৃদ্ধি স্বাস্থ্যসাথীর

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,”অভিনেতা দেবরাজ রায়ের (Debraj Roy) মৃত্যুতে শোকাহত। একজন অভিনেতা যিনি আমাদের বিশিষ্ট পরিচালকদের গর্বিত করেছিলেন, তিনি দূরদর্শনের একজন জনপ্রিয় সংবাদ পাঠকও ছিলেন। আমি তাঁকে ভবানীপুরের একজন ভালো মানুষ হিসেবে চিনতাম এবং এই ক্ষতির জন্য মর্মাহত। তার পরিবারের সদস্য ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। আমাদের সাংস্কৃতিক জগত আজ ম্লান হয়ে গিয়েছে।”

মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সন্ধেয় শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবি দিয়ে তাঁর সিনেমা জীবন শুরু। ছিলেন মৃণাল সেনের ‘ক্যালকাটা ৭১’ ছবিতেও।

Latest article