কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার ভোর ৫টা নাগাদ শিয়ালদহ ইএসআই হাসপাতালের (Sealdah ESI Hospital) দোতলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাসপাতালে দমকলমন্ত্রী সুজিত বসু। একাধিক রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালের (Sealdah ESI Hospital) স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৭৮ জনের মধ্যে ২০ জন রোগীকে শিয়ালদহ ইএসআই হাসপাতালেরই আইসিইউ এবং এইচডিইউতে স্থানান্তরিত করা হচ্ছে। এদিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা উত্তম বর্ধন নামের এক কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আজ ভোর ৫.৩০ মিনিটে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। তারপরেই সকাল ৬.৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সেই মৃত্যুর কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- ফের খুলছে সৌমিত্র খুনের ফাইল, উদ্যোগ নিলেন বারাকপুরের সাংসদ
এদিন ভোরে হাসপাতালে যখন আগুন লাগে তখন প্রায় ৮০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুনের সম্ভাব্য উৎসস্থল মেল সার্জারি ওয়ার্ডের আশপাশের অংশ। প্রাণহানি না ঘটলেও হাসপাতালের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা স্পষ্ট নয়। আগুন লাগার সম্ভাব্য কারণ খতিয়ে দেখবে দমকল। মন্ত্রী সুজিত বসু তাঁর দফতরের কর্মীদের সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি জানিয়েছেন, পুজোর কারণে অনেক রোগী ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন। বড় ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি এড়ানো গিয়েছে। এই অগ্নিকাণ্ডের প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। তবে আজ আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।