প্রতিবেদন : ডুরান্ড কাপের ডার্বি বাতিল হয়েছিল। সেই অর্থে শনিবার যুবভারতীতে আইএসএলের মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি মরশুমের প্রথম বড় ম্যাচ। ধারে-ভারে এবং সাম্প্রতিক পরিসংখ্যানের নিরিখেও জোসে মোলিনার মোহনবাগান এগিয়ে থেকে নামছে। কিন্তু ডার্বি সবসময় পঞ্চাশ-পঞ্চাশ। এই তত্ত্ব মানছেন মোহনবাগান, ইস্টবেঙ্গলের দুই কোচই।
আরও পড়ুন-৬০ জন নিরাপত্তা-রক্ষীর ঘেরাটোপে শুটিং মেগাস্টারের
নতুন দায়িত্ব নিয়ে শহরে আসার পর মোলিনার এটিই প্রথম কলকাতা ডার্বি। মেগা ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে সবুজ-মেরুনের স্প্যানিশ বস জানিয়েও দিলেন, ডার্বিতে কেউ ফেভারিট হয় না। ইস্টবেঙ্গলকে স্বস্তি দিচ্ছে তাদের নতুন কোচের আগমন। অস্কার ব্রুজো শহরে এসে পড়ছেন ডার্বির আগেই। শনিবার যুবভারতীতে ডাগ-আউটেও বসবেন। শনিবার মর্যাদার ম্যাচ জিতেই নতুন শুরু চাইছেন লাল-হলুদের অন্তর্বর্তী কোচ বিনো জর্জ। কার্যত হুঁশিয়ারির সুরেই তিনি শুনিয়ে রাখলেন, ইস্টবেঙ্গল নয়। চাপে থাকবে মোহনবাগানই।
আগের ম্যাচে আইএসএলের আর এক ডার্বিতে মহামেডানকে উড়িয়ে দিয়েছে মোহনবাগান। সেই জায়গায় চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল টানা চার ম্যাচ হেরে নামছে। জেমি ম্যাকলারেনদের কোচ এসব মাথাতেই রাখছেন না। মোলিনার সাফ কথা, ‘‘অতীত নিয়ে ভাবতে চাই না। আগে কী করেছি, সেটা এই ম্যাচে আমাদের জিততে সাহায্য করবে না। ডার্বিতে কেউ ফেভারিট নয়। যদি কেউ মনে করে, আমরা এগিয়ে রয়েছি। তাহলে বুঝতে হবে, আমরা ভাল খেলছি। এই আত্মবিশ্বাসটাই আমরা আমরা কাজে লাগাতে চাই।’’
শনিবারের ডার্বির সংগঠক ইস্টবেঙ্গল। এটি তাদের হোম ডার্বি। কিন্তু দল ভাল না খেলায় ইস্টবেঙ্গলে টিকিট বিক্রির হার ভাল নয়। তুলনায় মোহনবাগান সমর্থকদের ডার্বি নিয়ে উৎসাহ বেশি। যুবভারতীর বাগান গ্যালারির টিকিট বেশি বিক্রি হয়েছে। ডার্বি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সমর্থকরাও। যুবভারতীতে মোহনবাগান অনুশীলনের সময় প্রচুর সমর্থকও ম্যাকলারেন, সাহাল সামাদ, গ্রেগ স্টুয়ার্টদের ডার্বির মহড়া দেখলেন। মোলিনা জানিয়ে দিলেন, ডার্বিতে সবাইকে পাওয়া যাবে। আলবার্তো রডরিগেজকে রেখেই রক্ষণ সাজাচ্ছেন বাগানের স্প্যানিশ বস।
দিমিত্রি পেত্রাতোসকে প্রথম একাদশে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন মোলিনা। বললেন, ‘‘আমার কাছে সব প্লেয়ারই গুরুত্বপূর্ণ। আশিককে এই ম্যাচে পাওয়া যাবে। কিন্তু ও পুরো ফিট নয়। আমার কাছে একটা ব্যাপার সহজ। চাপমুক্ত থাকো, মাঠে নিজেদের সেরাটা দাও এবং ডার্বি উপভোগ করো।’’ অস্কারের ফোন-কোচিং মেনে ডার্বির জন্য দলকে তৈরি করেছেন বিনো। চিন্তা বলতে নাওরেম মহেশের চোট ও দিয়ামানতাকোসদের ফিটনেস সমস্যা। তবু বিনো বলছেন, ‘‘আগের ম্যাচগুলোতে কী হয়েছে ভুলে যাচ্ছি আমরা। ডার্বি জিতে নতুনভাবে সব শুরু করতে চাই। আমি মনে করি, চাপে থাকবে মোহনবাগানই। কলকাতা লিগে আমার কোচিংয়ে ওদের হারিয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলেও আশা করি জিতব।’’