ফের দুর্গোৎসবে মেতে উঠেছে রায়গঞ্জ

শুক্রবার তিথি অনুযায়ী অষ্টমী-নবমী পুজো সম্পন্ন হয়েছে। সেবাইত মদন ঘোষ বলেন, এটি অষ্টমঙ্গলা পুজো হিসেবে পরিচিত।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : দুর্গাপুজো শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ। কিন্তু এরই মাঝে ফের দুর্গোৎসবে মেতে উঠেছেন রায়গঞ্জ ব্লকের ডুমুরিয়া গ্রাম। এলাকাবাসীরা জানান, প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে এখানে শারদোৎসবের বোধনের ঠিক আট দিন পর থেকে শুরু হয় দুর্গাপুজো। অষ্টমঙ্গলা দুর্গাপুজো নামে পরিচিত এই পুজো। নিয়ম মেনেই ১৬ অক্টোবর থেকে পুজো শুরু হয়েছে।

আরও পড়ুন-জনসংযোগে জোর দিয়েই চলবে প্রচার, কর্মিসভায় স্থির হল রূপরেখা

শুক্রবার তিথি অনুযায়ী অষ্টমী-নবমী পুজো সম্পন্ন হয়েছে। সেবাইত মদন ঘোষ বলেন, এটি অষ্টমঙ্গলা পুজো হিসেবে পরিচিত। রংপুরের রাজা দুর্গা মা-কে নিয়ে আসতে হালালপুরে রেখেছিলেন। কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেননি। তাই দুর্গাপুজোর ৭ দিন পর নিয়ম মেনে এখানেই সেবা শুরু করেন দুর্গা মা-এর। পুজো কমিটির কোষাধ্যক্ষ নবকান্ত বর্মন বলেন, প্রায় ১০০-১২০ বছর আগে এই পুজো শুরু হয়েছিল। এখানে বলি প্রথাও রয়েছে। গ্রামবাসীরা বলেন, এখানে মা খুব জাগ্রত। সকলের মনস্কামনা পূরণ করেন।

Latest article