২০২৬-এ ২৫০ আসন নিয়ে ক্ষমতায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

Must read

প্রতিবেদন : বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার জন্য প্রস্তুত। ২০২৬-এ (2026 Assembly Election) ২৫০-রও বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করবে তৃণমূল। সিপিএম যতই বলুক তাদের ভোট ফিরছে, নির্বাচনে তৃতীয় হবে সিপিএম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে সাফ জানালেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট কথা, নেতৃত্বের গাফিলতিতে কোনও কোনও জায়গায় তৃণমূলকে হারতে হয়েছে। মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটুট। তাই তৃণমূলের জয় স্রেফ সময়ের অপেক্ষা। ২০২৬-এ (2026 Assembly Election) আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল। তাঁর কথায়, আপনারা এবং আমরা যদি ঠিক থাকি, তাহলে চতুর্থ বারের জন্য মা-মাটি-মানুষের সরকার তৈরি হবে। কারও সাধ্য নেই বাংলায় তৃণমূলকে আড়াইশোর নিচে নামানোর। যদি কারও সাধ্য থাকে সেটা আমার-আপনার। তিনি বলেন, মানুষকে বোঝাতে হবে। আপনারা যদি রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পান তাহলে তৃণমূলকে ভোটটা দেবেন না কেন? তিনটি পথে প্রচার চালানোর বার্তা দেন তিনি। রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে যেমন প্রচার করতে হবে, তেমনই প্রচার চালাতে হবে কেন্দ্রের বৈষম্যের রাজনীতির বিরুদ্ধে। একইসঙ্গে সাম্প্রতিক যে কুৎসার রাজনীতি শুরু হয়েছে তার মোকাবিলাও করতে হবে। পূর্ব মেদিনীপুরের সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন তিনি। সেজন্য নিবিড় জনসংযোগ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, দলের নেতৃত্ব সবদিকে নজর রাখছে। এই জেলায় ১৬-র মধ্যে ১৬টা টার্গেট করেই আমরা লড়ব। ১৬ টাতেই জিততে হবে। আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে আড়াইশো বিধানসভায় জয় নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন- ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে বাংলায় ২৪ থেকে ২৬ দুর্যোগের সম্ভাবনা

Latest article