সংবাদদাতা, মালদহ : সেবাদান নামে এক কর্মসূচিকে সামনে রেখে মালদহের ভূতনি উত্তর হিরানন্দপুর গিয়ে মিথ্যাচার করলেন গদ্দার অধিকারী। অনুষ্ঠানে যাওয়ার পথেই ভূতনী ব্রিজে তাঁকে কালো পতাকা দেখান স্থানীয় বাসিন্দারা। এরপরে তিনি সেবা কর্মসূচিতে যোগ দিতে ভূতনির গোবর্ধনটোলায় পৌঁছন। ততক্ষণে সেখানে ত্রাণ পাওয়ার আশায় পৌঁছে গিয়েছেন বন্যাদুর্গতরা। শুরু হয় সেবাদান কর্মসূচি। কিন্তু রাজনৈতিক বক্তব্যের পরেও ত্রাণের দেখা মেলেনি। স্বভাবতই ক্ষিপ্ত হয়ে ওঠেন বন্যাদুর্গতরা।
আরও পড়ুন-রায়গঞ্জ হাসপাতালে বসছে অতিরিক্ত ২০০ সিসি টিভি
বিজেপির পক্ষ থেকে জানানো হয়, ত্রাণ বাড়িতে পৌঁছে দেওয়া হবে। হতাশ হয়ে ফিরে যান বন্যাদুর্গতরা। ভাষণ দিতে গিয়ে গদ্দার অধিকারী বলেন, ভূতনি ব্রিজ তৈরি করেছে কেন্দ্র সরকার। এই মিথ্যাচারের জবাব দিয়েছেন মানিকচক তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দকৃত অর্থে ভূতনী ব্রিজ তৈরি হয়েছে। ভূতনির গোবর্ধনটোলায় বাঁধ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন গদ্দার। ভাঙন প্রতিরোধে কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, তার ব্যাখ্যা চান বন্যাদূর্গতরা। বিরোধী দলনেতার এই অনুষ্ঠানে বিজেপির প্রধান-সহ একাধিক বিজেপি নেতৃত্বের দেখা মেলেনি। বিধায়ক সাবিত্রী মিত্র জানান, মিথ্যায় পিএইচডি করেছে গদ্দার। বন্যাদুর্গত এলাকায় রাজনীতি করতে এসেছেন। তাঁর অনুষ্ঠানে বিজেপি নেতারাই যোগ দেননি।