সংবাদদাতা, শিলিগুড়ি : উত্তর সিকিমের ছাঙ্গুতে মরশুমের শুরুতে তুষারপাত, শনিবার। এটিই মরশুমের প্রথম তুষারপাত বলে জানা যাচ্ছে। দুপুর নাগাদ একটু-একটু করে তুষারপাত শুরু হয় সেখানে। বেশ খানিক্ষণ চলার পর তা বন্ধ হয়। শুক্রবার তুষারপাত হতে পারে বলে অবশ্য পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কম-বেশি পুজোর দিন থেকে বৃষ্টি শুরু হতেই বৃষ্টিতে কাহিল গোটা বাংলা।
আরও পড়ুন-আগেই পড়েছে গো ব্যাক পোস্টার, বন্যাদুর্গতদের বিক্ষোভের মুখে গদ্দার
আবার বর্ষার মেঘ সরলেই ঘোর গরম, আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা সকলের। এই পরিস্থিতিতে তুষারপাতের খবর বাঙালি কাছে যেন প্রাণের আরাম আত্মার শান্তি। সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর ডক্টর গোপীনাথ রাহা জানান, তুষারপাতের পূর্বাভাস ছিল। সেই অনুযায়ী আজ, শনিবার ও শুক্রবার উত্তর সিকিম-সহ সংলগ্ন এলাকায় তুষারপাত হয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমে আসবে। তবে পাহাড়ে বিক্ষিপ্তভাবে বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছেই। তবে, তা সত্ত্বেও গোটা সিকিম এই তুারপাতকে স্বাগত জানিয়েছে। ছাঙ্গুকে দেখলে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। সাদা বরফের চাদরে ঢাকা ছাঙ্গু ও তার পার্শ্ববর্তী এলাকা। দীপাবলির আগে এই তুষারপাত খুবই উল্লাসের কারণ হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের কাছে।