আজ, রবিবার সাতসকালে রাজস্থানের (Rajasthan) বারি এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাস ও টেম্পোর। এদিনের এই দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১১ জন। তাদের মধ্যে ৮ জন শিশু আছে। একটি প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান থেকে বাসে করে ফিরছিলেন যাত্রীরা। এই সময় মুখোমুখি সংঘর্ষ হয় টেম্পোর সঙ্গে। ১১বি জাতীয় সড়ক দিয়ে ফিরছিল বাসটি। সুনিপুরের কাছে টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের যাত্রীরা সকলে বারি এলাকার বাসিন্দা।
আরও পড়ুন-আন্দোলন মঞ্চে পন্থ-নন্দিনী, ফোনেই বার্তা মুখ্যমন্ত্রীর
দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা প্রথমে বাস ও টেম্পোটিকে দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। বাস ও টেম্পোর ভিতর থেকে মোট ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দুজন মহিলা, একজন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত আরও কয়েকজন। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও হাসপাতাল তরফে খবর দুইজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
আরও পড়ুন-দুরন্ত স্টুয়ার্ট, ডার্বি মোহনবাগানের
পুলিশ এই নিয়ে জানিয়েছে, দুটি গাড়ি হেফাজতে নেওয়া হয়েছে। স্লিপার কোচের চালক ও কন্ডাক্টরও আহত। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ডেপুটি জেলা কালেক্টর দুর্গা প্রসাদ মীনা, সার্কেল অফিসার মহেন্দ্র কুমার মীনা, বারি থানার স্টেশন ইনচার্জ বিনোদ কুমার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।