‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ছবি
পথের দুধারে দেখছি
বিস্মৃতির ছবি
ভারি শূন্যতা মাঝে
নেইকো শশী-রবি॥
কত বৃক্ষের নিঃশ্বাস
পড়তো ধূলিধরায়
আজ তা নিঃশব্দ ক্রন্দনে
মরুভূমির খরায়।।
পথের প্রান্তরে দেখি
কংক্রিটের জঙ্গল
কোথায় অঙ্কুরের পাখা
শুধু পড়ে দঙ্গল।।
রোমাঞ্চিত হতাম সবুজে
উদয়ছবির মাঝে
আজ তা অচেনা মরীচিকা
দীর্ঘশ্বাস বাজে।।
নিরুদ্দেশ প্রভাতের হাওয়া
নেই ফুল-ফল-কলি
ঊষার প্রভাতে ব্যথিত
কাঁদে ভ্রমরা অলি।।
আঁখিকোণে নেই তৃপ্ত মাধুরী
চোখে শুধু জল
বলতে পারো কারা করলো
মানুষ মারার কল?
ধানের শিষের অকালমৃত্যু
একটা শিশিরবিন্দু
হারিয়ে গেলো ধরাতলে
কোথায় গেলো সিন্ধু?