সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: আমাদের দেশের বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত বিচারক ও বিচারপতিরা প্রায়ই রাজনীতিবিদ ও আমলাদের প্রকাশ্য প্রশংসা করে থাকেন। এর আগে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতিকেও দেখা গিয়েছে খোলাখুলিই রাজনীতিবিদদের প্রশংসা করতে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল শীর্ষ আদালতের বিচারপতিকেই। এই প্রবণতা দেশের বিচারব্যবস্থার নিরপেক্ষতার সঙ্গে একেবারেই সাজুয্যপূর্ণ নয় বলে স্পষ্ট অভিমত জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি বিআর গাভাই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য গুজরাতের রাজধানী আমেদাবাদে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি গাভাই বলেন, বেঞ্চে এবং বেঞ্চের বাইরে দু’জায়গাতেই একজন বিচারকের আচরণ নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে৷ যদি একজন বিচারক তাঁর অফিসে বসে বা অফিসের বাইরে কোনও রাজনীতিবিদ বা আমলার প্রশংসা করেন, তাহলে তাঁর আচরণ বিচারবিভাগের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করতে পারে৷ এর পরেই বিচারক বা বিচারপতিদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নিয়েও মতপ্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই৷ তাঁর যুক্তি, একজন বিচারক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যদি তাঁর পদ ত্যাগ করেন, তাহলে তাঁর এই পদক্ষেপ বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে জনসাধারণের মনে প্রশ্ন জাগাতে পারে৷
আরও পড়ুন-ভোটের মুখে মহারাষ্ট্রে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার শাহ
শীর্ষ আদালতের বিচারপতি বলেন, জনসাধারণের কাছে বিচারব্যবস্থার নিরপেক্ষতা এবং আদর্শ বজায় রাখার উদ্দেশ্যেই পরিচালিত হওয়া উচিত বিচারকদের আচরণ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাইয়ের এই বক্তব্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল৷ অত্যন্ত সময়োচিত এই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিচারপতি গাভাইয়ের সম্মান প্রাপ্য বলে জানান রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল৷ প্রসঙ্গত, আগামী বছরের মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসার কথা বিচারপতি বিআর গাভাইয়ের৷