প্রতিবেদন : বিমান হাইজ্যাক ও হাইড্রোজেন বোমায় কলকাতা বিমানবন্দর (Kolkata airport) উড়িয়ে দেওয়ার হুমকি-ফোন এল এবার। সোমবার এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উড়ো ফোনে জানানো হয়, বিমানবন্দরে বিমানে রাখা আছে হাইড্রোজেন বোমা। সেই বোমায় উড়ে যাবে কলকাতা বিমানবন্দর। এই ফোনের পরই প্রবল শোরগোল পড়ে যায় বিমানবন্দরে (Kolkata airport)। একইসঙ্গে মাঝ-আকাশে বিমান হাইজ্যাক করা হবে বলেও হুমকি-ফোনে জানানো হয়। এরপরই তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠক ডাকে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফ।সোমবার বেলা ১০টা ৫৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার সিকিউরিটি চেকিংয়ের ই-পোর্টালের ফোনে জানানো হয় সেই হুমকি-বার্তা। কিছুক্ষণের মধ্যেই মাঝ-আকাশ থেকে একটি বিমান হাইজ্যাক করা হবে। তারপরেই ফোনট কেটে যায়। ফের ফোন আসে ঠিক দুমিনিটের মাথায়। তখন হুমকি দেওয়া হয়, বিমানবন্দরে একটি বিমানে হাইড্রোজেন বোমা রাখা আছে। তা ফেটে যেকোনও সময় ঘটবে তীব্র বিস্ফোরণ। তড়িঘড়ি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করে তল্লাশি শুরু করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন-থ্রেট কালচার নিয়ে মিথ্যাচার: অন্যায় সাসপেনশনের বিরুদ্ধে পাল্টা বিদ্রোহ