সংবাদদাতা, হাড়োয়া : আসন্ন উপনির্বাচনে হাড়োয়া থেকে শেখ রবিউল ইসলামের নাম ঘোষণা করেছে তৃণমূল। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই কোণঠাসা হয়ে পড়েছে বিরোধীরা। আর সেই কারণেই এলাকাকে অশান্ত করতে শুরু করল বোমাবাজি। এই ঘটনায় আহত হয়েছে একাধিক তৃণমূল কর্মী।
আরও পড়ুন-উপাচার্য নিয়োগের রাশ মুখ্যমন্ত্রীর হাতেই, সাধুবাদ জানালেন ব্রাত্য
রবিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা হাড়োয়ার গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খাটরায় একটি ভেড়ি এলাকায় বোমাবাজি করে একদল দুষ্কৃতী। উদ্ধার হয় তাজা বোমা। আহত একাধিক তৃণমূল কর্মী। নিজেদের নিশ্চিত হার বুঝতে পেরেই হাড়োয়াকে অশান্ত করার পরিকল্পিত চেষ্টা চলছে। তৃণমূল কর্মীদের দাবি, ব্যক্তিগত গন্ডগোলকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে। গোপালপুর ২ নম্বর অঞ্চল যুব তৃণমূলের সভাপতি কামারুল ইসলামের দাবি, ব্যক্তিগত গন্ডগোলের জেরে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এলাকায় উত্তেজনা ছড়াতে তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে।